মঙ্গলবার বিকেলে মস্কোর ক্রেমলিন প্রাসাদে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং। বৈঠককালে লি ছিয়াং চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, দুই দেশের নেতার যৌথ নেতৃত্বে চীন ও রাশিয়ার ‘নতুন যুগের সার্বিক কৌশলগত সহযোগী অংশীদারিত্বের সম্পর্ক’ উচ্চমানে পৌঁছেছে। তিনি উল্লেখ করেন, চলতি বছর প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রেসিডেন্ট পুতিন দু’বার বৈঠক করেছেন, যা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে দিকনির্দেশনা দিয়েছে। চীন রাশিয়ার সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা গভীর করতে এবং দুই দেশের উন্নয়ন ও পুনরুত্থানে অবদান রাখতে ইচ্ছুক। লি ছিয়াং আরও বলেন, উভয় পক্ষের উচিত অব্যাহত সহযোগিতার মাধ্যমে এসসিও’র থিয়ানচিন শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা এবং এসসিও’র গুণগত উন্নয়ন এগিয়ে নেওয়া। বৈঠককালে পুতিন প্রেসিডেন্ট সি-কে আন্তরিক শুভকামনা জানান এবং চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের সফল আয়োজনে অভিনন্দন জানান। তিনি বলেন, রাশিয়া চীনের সঙ্গে উচ্চপর্যায়ের আদান-প্রদান বজায় রাখতে, পারস্পরিক উপকারী সহযোগিতা সম্প্রসারণ করতে এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করতে চায়, যাতে যৌথ উন্নয়ন বাস্তবায়ন করা যায়।
(সুবর্ণা/তৌহিদ/রুবি)