গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রকাশিত হয়েছে। ৯ ক্যাটাগরির পদে মোট ২০ জন নিয়োগ দেবে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (Gazipur Cantonment Public School & College – GCPSC)। আবেদন করতে হবে অনলাইনে (http://www.gpcpsc.edu.bd) ১৯ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে। পদগুলোতে নারী ও পুরুষ উভয় প্রার্থীগণই আবেদন করতে পারবেন । অনলাইনে আবেদনের নিয়ম, পদের তালিকা ও যোগ্যতাসহ বিস্তারিত এই পোস্টে উল্লেখ করা হয়েছে।

গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে নিয়োগ ২০২২

প্রতিষ্ঠানের নাম :গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
(Gazipur Cantonment Public School & College – GCPSC)
পদের সংখ্যা :২০টি
যোগ্যতা : পদভেদে এসএসসি থেকে মাস্টার্স
আবেদনের শেষ তারিখ :১৯ ডিসেম্বর ২০২২
আবেদনের মাধ্যম :অনলাইন
প্রার্থীর বয়স :অনূর্ধ্ব ৩৫ বছর
ওয়েবসাইট :http://www.gpcpsc.edu.bd
গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে নিয়োগ ২০২২

পদের নাম, সংখ্যা, যোগ্যতা ও বেতন স্কেল

১। পদের নাম : প্রভাষক (বাংলা, ইংরেজি, রসায়ন, জীব ও আইসিটি)

  • শিক্ষাগত যোগ্যতা : অনার্স সহ মাস্টার্স ডিগ্রি (সংশ্লিষ্ট বিষয়)
  • পদের সংখ্যা : ৫ জন
  • আবেদন ফি : ৭০০ টাকা (পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট)
  • মাসিক বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-০৯)

২। পদের নামঃ সহকারী শিক্ষক (বাংলা, ইংরেজি, রসায়ন, জীব ও আইসিটি)

  • শিক্ষাগত যোগ্যতা : অনার্স সহ মাস্টার্স ডিগ্রি (সংশ্লিষ্ট বিষয়)
  • পদের সংখ্যা : ১ জন
  • আবেদন ফি : ৭০০ টাকা (পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট)
  • বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৩। পদের নাম : জুনিয়র শিক্ষক (ইংরেজী, গণিত, রসায়ন, পদার্থ, জীব)

  • শিক্ষাগত যোগ্যতা : স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি
  • পদের সংখ্যা : ৬ জন
  • আবেদন ফি : ৬০০ টাকা (পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট)
  • বেতন স্কেল : ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

৪. শিক্ষক সহকারী
পদের সংখ্যা : ১‌ জন

৫. কেয়ারটেকার কাম স্টোর কিপার
পদের সংখ্যা : ১‌ জন

৬. ড্রাইভার (মাঝারী যানবাহন)
পদের সংখ্যা : ২ জন

৭. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা : ১‌ জন

৮. হিসাব সহকারী
পদের সংখ্যা : ১‌ জন

৯. ল্যাব সহকারী (রসায়ন)
পদের সংখ্যা : ১ জন (রসায়ন), ১ জন (জীববিজ্ঞান)

গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে চাকরির আবেদন সংক্রান্ত নির্দেশনা ২০২২

  • ১। আগ্রহী প্রার্থীগণকে প্রতিষ্ঠানের ওয়েবসাইট https://www.gpcpsc.edu.bd এর উপরে ডান দিকে Job Application অপশনে ক্লিক দিয়ে আগামী ১৯ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
  • ২। আবেদনের পূর্বে প্রার্থীর রঙ্গিন ছবি ও স্বাক্ষরের ইমেজ স্ক্যান কপি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঙ্গে রাখতে হবে।
  • ৩। উত্তীর্ণ প্রার্থীদের ব্যাবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।
  • ৪। পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো প্রবেশপত্র এবং টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • ৫। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যেকোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে

অনলাইনে আবেদন প্রক্রিয়া

  • ক. gpcpsc.edu.bd website থেকে eRecruitment / Job application মেনুতে এ ক্লিক করে Online Apply মেনুতে গিয়ে Registration করুন।
  • খ. Edit Resume সাবমেনুতে গিয়ে আপনার Image, Career Objective, Educational Qualification, Communication Skill, Professional Training /Other Qualification, Experience, Other Merit/Skills/Awards, Personal info etc, তথ্যগুলো যথাযথভাবে পূরন করুন।

  • গ. Registration করার পর কোন কারনে Logout করলে পরবর্তীতে Login করতে হলে Mobile No এবং Password দিয়ে Login করুন। Login করার সময় আপনার Mobile এ একটি Mobile Verification Code যাবে। উক্ত Code দিয়ে আপনাকে Login করতে হবে।
  • ঘ. আপনার Edit Resume complete করার পর Pay to Apply সাবমেনুতে গিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী Post Category তে গিয়ে Apply & Pay Now Button Click করুন ।
  • ঙ. লেনদেন সম্পর্কে তথ্য জানার জন্য Payment Info মেনুতে Click করুন এবং উক্ত Instruction অনুযায়ী আপনার Payment সম্পন্ন করুন।
  • চ. যথাযথভাবে লেনদেন সম্পন্ন হওয়ার পর Applied Jobs & Admit Card Option এ গিয়ে আপনার Admit Card Download করে আপনার কার্যক্রমটি সম্পন্ন করুন।

গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে চাকরির আবেদন সংক্রান্ত নির্দেশনা ২০২২ - Gazipur Cantonment Public School & College Job circular 2022 http://www.gpcpsc.edu.bd
গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – Gazipur Cantonment Public School & College Job circular 2022

Gazipur Cantonment Public School & College Job circular 2022

Gazipur Cantonment Public School & College Job circular 2022 download link : https://dupl2000.com/gpcpsc-job/public/media/circulars/Final-Circular.png