আগামী ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চীনের ইয়ুননান প্রদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্চলিক সাংস্কৃতিক উৎসব। আঞ্চলিক সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে চীনে সপ্তমবারের মতো এ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন লেখক মো. সাঈদ মাহাদী সেকেন্দার।
সপ্তাহব্যাপী আয়োজনে সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়, গোলটেবিল আলোচনা, প্রশিক্ষণ ও ইয়ুননান অঞ্চলের কুচিং, কুনমিং শহরসহ ঐতিহাসিক এলাকা ঘুরে দেখবেন অংশগ্রহণকারীরা। এ আয়োজনে চীনের আয়োজক কমিটির অর্থায়নে অংশ নেবেন মাহাদী সেকেন্দার। তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি, শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে কাজ করছেন।
নাহার/ফয়সল