চীনে সান ইয়াত-সেনের ১৫৯তম জন্মবার্ষিকী উদযাপন

চীনে সান ইয়াত-সেনের ১৫৯তম জন্মবার্ষিকী উদযাপন
নভেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হলো চীনের জাতীয় বীর ও গণতান্ত্রিক বিপ্লবের অগ্রদূত সান ইয়াত-সেনের ১৫৯তম জন্মবার্ষিকী। বুধবার বেইজিংয়ের কেন্দ্রস্থলে অবস্থিত চংশান পার্কে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স- সিপিপিসিসি’র জাতীয় কমিটি এই অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে সিপিপিসিসি জাতীয় কমিটি, চীনের কুওমিনতাংয়ের বিপ্লবী কমিটি, কমিউনিস্ট পার্টির সংযুক্ত ফ্রন্ট কর্ম বিভাগ এবং বেইজিং পৌর সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তাঁরা সান ইয়াত-সেনের ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরাও উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন। ১৮৬৬ সালে চীনের কুয়াংতোং প্রদেশে জন্মগ্রহণ করেন সান ইয়াত-সেন। তিনি ১৯১১ সালের বিপ্লবে নেতৃত্ব দেন, যার ফলে ছিং রাজবংশের পতন ঘটে এবং চীনে দুই হাজার বছরেরও বেশি সময় ধরে চলা সামন্ততান্ত্রিক শাসনের অবসান হয়। জেনিফার/ আজাদ তথ্য ও ছবি: সিসিটিভি China held a ceremony on Wednesday to commemorate the 159th birth anniversary of Sun Yat-sen, a great national hero, a great patriot, and a great forerunner of China's democratic revolution. Hosted by the National Committee of the Chinese People's Political Consultative Conference (CPPCC), the event took place in downtown Beijing's Zhongshan Park, a site named after Sun. Senior officials from the CPPCC National Committee, the Central Committee of the Revolutionary Committee of the Chinese Kuomintang, the United Front Work Department of the Communist Party of China Central Committee, and the Beijing municipal government laid flowers in front of Sun's statue. Representatives from all sectors of society also paid their respects. Sun Yat-sen, born in 1866 in south China's Guangdong Province, played a leading role in the 1911 Revolution, which overthrew the imperial Qing Dynasty (1644-1911) and ended more than 2,000 years of feudal rule in China.

Rate This Article

How would you rate this article?

ED Desk
ED Desk Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.