জনতা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [Officer RC পদ ৩১২টি]
জনতা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে বাছাই পরীক্ষার মাধ্যমে অফিসার রুরাল ক্রেডিট (আরসি) / Officer RC পদে মোট ৩১২ জন নিয়োগ দেবে জনতা ব্যাংক। আবেদন করতে হবে অনলাইনে (https://erecruitment.bb.org.bd) ৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাত ১১.৫৯টার মধ্যে।
জনতা ব্যাংকে নিয়োগ ২০২৩
ব্যাংকের নাম : | জনতা ব্যাংক (Janata Bank) |
পদের নাম : | অফিসার রুরাল ক্রেডিট (আরসি) |
মোট পদের সংখ্যা : | ৩৫১টি |
জব আইডি নম্বর : | 10182 |
বেতন স্কেল : | ১৬,০০০-৩৮,৬৪০ টাকা |
আবেদনের শেষ তারিখ : | ৯ ফেব্রুয়ারি ২০২৩ |
আবেদন ফি : | ২০০ টাকা |
ওয়েবসাইট : | https://erecruitment.bb.org.bd |
বেতন ও সুযোগ-সুবিধা
চূড়ান্তভাবে নির্বাচিতদের ১৬,০০০-৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন প্রদান করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাগুলোর কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীদের বয়স
বয়স গণনা হবে ২৫ মার্চ ২০২২ তারিখ অনুযায়ী। সাধারণ আবেদনকারী প্রার্থীর বয়স ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি
আবেদন ফি ২০০ টাকা। ডাচ্–বাংলা লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। এ সময় জব আইডি নম্বর (10182) প্রদান করতে হবে।
আবেদন যেভাবে
আবেদন করা যাবে অনলাইনে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে। আবেদনের পদ্ধতি ও বিস্তারিত জানতে ক্লিক করুন : https://erecruitment.bb.org.bd/career/dec222021_bscs_188.pdf
আবেদনের শেষ তারিখ : ৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাত ১১.৫৯টা