জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইনকোর্স ও উপস্থিতি নম্বর পদ্ধতি বাতিল


এডু ডেইলি ২৪ প্রকাশ: ফেব্রুয়ারি ৯, ২০২০, ২:৩৪ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:০৭ অপরাহ্ন /
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইনকোর্স ও উপস্থিতি নম্বর পদ্ধতি বাতিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স পরীক্ষায় ইনকোর্স ও উপস্থিতি নম্বর বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। 

অনার্স ও মাস্টার্স পরীক্ষায় এর জন্য ২০ নম্বর বরাদ্দ ছিল। নতুন সিদ্ধান্তের ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে কোর্সগুলোতে ৮০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরের পরীক্ষা হবে।

৮ ফেব্রুয়ারি ২০২০ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে একাডেমিক কাউন্সিলের ৯১তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় একাডেমিক কাউন্সিলের ৩৩ সদস্য উপস্থিত ছিলেন। 

Rate this post