খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রমোশনের প্রত্যায়নপত্র ও অঙ্গীকারনামা ফরম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রমোশনের প্রত্যায়নপত্র ও অঙ্গীকারনামা ফরম প্রকাশ করা হয়েছে। ১৬ জুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, করোনার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। যেসব শিক্ষার্থী ২০২০ সালে অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশ নেয়ার জন্য ফরম পূরণ করেছেন, তাদেরকে শর্ত সাপেক্ষে ২য় বর্ষে প্রমোশন দিয়ে ক্লাশ করার অনুমতি প্রদান করা হয়েছে।

আরো পড়ুন >> অনার্স ১ম বর্ষের ৩ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থীকে অটোপাস বা প্রমোশন দেয়া হয়েছে

>> জাতীয় বিশ্ববিদ্যালয়ে অটোপাশ বা প্রমোশনের শর্ত :

National University's Auto pass conditions notice 2021
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রমোশনের শর্ত

>> জাতীয় বিশ্ববিদ্যালয়ে অটোপাশের প্রত্যয়নপত্র :

National University promotion attestation form 2021 - auto pass form
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অটোপাশের প্রত্যয়নপত্র

>> জাতীয় বিশ্ববিদ্যালয়ে অটোপাশের অঙ্গীকারনামা :

National University promotion commitment form 2021 - auto pass form
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রমোশনের অঙ্গীকারনামা