জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার কোনো যোগ্যতা জাপানের নেই। এ মন্তব্য করেছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের নিরাপত্তা পরিষদ সংস্কার বিষয়ক বার্ষিক বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
ফু বলেন, এ বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনের ‘জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ’ ও বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে বিজয়ের ৮০ বছর, একইসঙ্গে জাপানি দখলদারিত্ব থেকে তাইওয়ান চীনের কাছে ফেরত আসারও ৮০ বছর পূর্ণ হচ্ছে। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান প্রসঙ্গে করা মন্তব্যকে ‘উসকানিমূলক ও বিপজ্জনক’ বলে অভিহিত করেন প্রতিনিধি।
ফু ছোং বলেন, ‘সানায়ে তাকাইচির মন্তব্য চীনের অভ্যন্তরীণ বিষয়ে চরম হস্তক্ষেপ এবং এক চীন নীতি ও চীন ও জাপানের মধ্যে স্বাক্ষরিত চারটি রাজনৈতিক নথির গুরুতর লঙ্ঘন।’ তিনি আরও বলেন, এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রতি, যুদ্ধোত্তর আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিগুলোর প্রতি অপমান।
শুভ/জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিজিটিএন