নতুন ট্রাভেল ট্যাক্স ফি ২০২৩

5/5 - (3 votes)


নতুন ট্রাভেল ট্যাক্স ফি ২০২৩ নির্ধারণ করা হয়েছে। দেশের ভেতরে কিংবা বিদেশে যেতে প্লেনে উঠলেই অতিরিক্ত ভ্রমণ কর (Travel tax) দিতে হবে। স্থলপথে বিদেশ যেতেও দিতে হবে ভ্রমণ কর।

 

২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভ্রমণ কর বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

বিদেশ গমনেচ্ছু কর্মীদেরও এই ভ্রমণ কর দিতে হবে। তবে বিমানের স্টাফসহ কিছু ক্যাটাগরির যাত্রীদের ট্রাভেল ট্যাক্স দিতে হবে না। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিশেষ বিশেষ ব্যক্তির কাছ থেকে ভ্রমণ কর নেয় না।

 

ভ্রমণ কর বা ট্রাভেল ট্যাক্স দিতে হবে না যাদের

  1. ৫ বছর বা তার চেয়ে কম বয়সের কোনো যাত্রী।
  2. হজ পালনের জন্য সৌদি আরবে গমনকারী ব্যক্তি।
  3. অন্ধব্যক্তি বা ক্যানসারে আক্রান্ত রোগী বা স্ট্রেচার ব্যবহারকারী পঙ্গু ব্যক্তি।
  4. জাতিসংঘের কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্য।
  5. বাংলাদেশে অবস্থিত কূটনীতিক মিশনের কূটনৈতিক মর্যাদাসম্পন্ন সদস্য ও তাঁদের পরিবারের সদস্য।
  6. বাংলাদেশে কর্মরত বিশ্বব্যাংক, জার্মান কারিগরি সংস্থা ও জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মী ও তাঁদের পরিবারের সদস্য।
  7. বিমানে দায়িত্বরত ক্রু।
  8. বাংলাদেশের ভিসাবিহীন ট্রানজিট যাত্রী যাঁরা ৭২ (বাহাত্তর) ঘণ্টার অধিক সময় বাংলাদেশে অবস্থান করবেন না।
  9. যেকোনো বিমান সংস্থায় কর্মরত বাংলাদেশি নাগরিক, যিনি বিনা ভাড়ায় অথবা হ্রাসকৃত ভাড়ায় বিদেশে যাবেন, তাঁদের ক্ষেত্রে ভ্রমণ কর প্রযোজ্য হবে না।

 

অবশ্য বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ভ্রমণ কর বৃদ্ধির বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। এ বিষয়ে অর্থ বিলে বলা হয়েছে, জল, স্থল ও আকাশ—তিন পথেই ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ কর বাড়বে।

 

প্লেন টিকিটে ট্রাভেল ট্যাক্স কত টাকা

প্রস্তাব অনুযায়ী, জুলাই (২০২৩) থেকে আকাশপথে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, জাপান, হংকং, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও তাইওয়ানে ভ্রমণের ক্ষেত্রে প্রত্যেক যাত্রীকে ৬০০০ টাকা ভ্রমণ কর দিতে হবে।

উল্লিখিত দেশ ছাড়া আকাশপথে অন্য কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ কর দিতে হবে ৪০০০ টাকা। আর দেশের অভ্যন্তরে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ কর দিতে হবে ২০০ টাকা।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.