NU ডিগ্রি ভর্তি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম


এডু ডেইলি ২৪ প্রকাশ: নভেম্বর ১৫, ২০২২, ১২:৩৩ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৯ অপরাহ্ন /
NU ডিগ্রি ভর্তি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস/স্নাতক (বিএ, বিবিএস, বিএসএস ও বিএসসি) কোর্সে ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশিত হয়েছে ১৪ নভেম্বর ২০২২ তারিখে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ডিগ্রি বিএ, বিবিএস, বিএসএস ও বিএসসি ভর্তির ফলাফল app1.nu.edu.bd ওয়েবসাইটে লগইন করে দেখা যাবে। আবেদনকারী প্রার্থীর আবেদনের রোল ও পিন নাম্বার দিয়ে লগইন করে ফলাফল জেনে নিন।

ডিগ্রি ভর্তি ২০২২

বিশ্ববিদ্যালয় : জাতীয় বিশ্ববিদ্যালয় (National University)
কোর্স / প্রোগ্রাম :ডিগ্রি (পাস) কোর্স
কোর্সের মেয়াদ :৩ বছর মেয়াদী
আবেদনের তারিখ :১৮ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে ১১ অক্টোবর ২০২২ রাত ১২টা পর্যন্ত
কলেজে কাগজপত্র জমার শেষ তারিখ :১২ অক্টোবর ২০২২
কলেজ নিশ্চায়নের শেষ সময় ১৩ অক্টোবর ২০২২
১ম মেধা তালিকা প্রকাশ ১৪ নভেম্বর ২০২২
আবেদনের লিংক :http://app5.nu.edu.bd অথবা http://www.nu.ac.bd/admissions
NU degree admission 2023

ডিগ্রি ভর্তি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম

  • প্রথমে app1.nu.edu.bd ওয়েবসাইটে প্রবেশ করুন
  • সেখান থেকে Degree applicant Login অপশনে ক্লিক করুন
  • তারপর আপনার Application Roll ও PIN number দিন
  • আপনার ডিগ্রির সাবজেক্ট এর নাম লগইন করার পর দেখতে পাবেন।

অনলাইন ছাড়াও আপনি মেসেজ পাঠিয়ে আপনার ডিগ্রি ভর্তি রেজাল্ট দেখতে পাবেন। এটা খুব সহজ একটি পদ্ধতি রেজাল্ট দেখার জন্য। আপনার মোবাইলে যদি ডাটা অথবা ইন্টারনেট কানেকশন না থাকে তবে আপনি সহজেই ছোট একটি মেসেজ পাঠানোর মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

এসএমএসের মাধ্যমে ডিগ্রি ভর্তি ফলাফল কিভাবে দেখবেন

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন :

  • NU <space> ATDG <space> Application Roll
  • Example: NU ATDG 1256325

এরপর SMSটি পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলে আপনার রেজাল্ট সহ একটি রিপ্লাই মেসেজ আসবে।

ডিগ্রি ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে

  • অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট কালার প্রিন্ট
  • পাসপোর্ট সাইজের ছবি ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
  • এসএসসি ও এইচএসসি এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • এসএসসি ও এইচএসসি মূল নম্বরপত্রের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • টাকা জমার রশিদ – ২ সেট।

ডিগ্রি ভর্তির ২য় মেধা তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি সংশ্লিষ্ট কলেজের নোটিশ বোর্ডেও ডিগ্রি ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- ভর্তির সময়সীমা, ভর্তি ফি, ভর্তি প্রক্রিয়া ইত্যাদি জানা যাবে। ডিগ্রি ভর্তিতে ১ম মেধা তালিকায় যারা ভর্তির জন্য সিলেক্ট হয়েছে, তারা তাদের ভর্তি কার্যক্রম এখন সম্পন্ন করতে পারবে। আর যারা ১ম তালিকায় নির্বাচিত হয়নি, তাদের জন্য ২য় মেধা তালিকা (সিট খালি থাকা স্বাপেক্ষে) প্রকাশ করা হবে শিগগিরই।

NU ডিগ্রি ভর্তি রেজাল্ট ২০২২ (নোটিশ)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম - National university degree admission result 2022 check rules app1.nu.edu.bd http://www.nu.ac.bd/admissions
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম

National university degree admission result 2022 (1st merit list) – log in link : http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Degree%20Pass

Rate this post