ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতা ২০২২ রেজিস্ট্রেশন ও প্রশ্নের ধরন

ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতা ২০২২-এর অনলাইন রেজিস্ট্রেশন / নিবন্ধন প্রক্রিয়া চলছে। তিনটি গ্রুপে ৮-১২, ১৩-১৮ ও ১৯ থেকে তদুর্ধ্ব বছর বয়সীরা এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। কুইজে অংশ নিতে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে ২৬ নভেম্বর ২০২২ রাত ১১.৫৯টার মধ্যে। কুইজে বিজয়ীরা পাবেন ল্যাপটপসহ মোট ২১টি পুরস্কার। বিস্তারিত জানতে পুরো পোস্টটি পড়ুন।

Table of Contents

ডিজিটাল বাংলাদেশ কুইজ ২০২২

কুইজের নাম :ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতা ২০২২
আয়োজক :তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ
নিবন্ধনের শেষ তারিখ :২৬ নভেম্বর ২০২২ রাত ১১.৫৯টা
কুইজের তারিখ :২৯ নভেম্বর ২০২২ (গ্রুপ-ক)
১ ডিসেম্বর ২০২২ (গ্রুপ-খ)
২ ডিসেম্বর ২০২২ (গ্রুপ-গ)
ওয়েবসাইট :quiz.digitalbangladesh.gov.bd
ডিজিটাল বাংলাদেশ কুইজ ২০২২

কুইজে পুরস্কার ২১টি

৩টি গ্রুপের (ক, খ, গ) প্রত্যেকটিতে ৭জন করে সর্বমোট ২১জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।

  • ১ম পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৭, ১০ জেনারেশন
  • ২য় পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৭, ৮ জেনারেশন
  • ৩য় পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৫, ১০ জেনারেশন
  • ৪র্থ পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৩, ১০ জেনারেশন
  • ৫ম-৭ম পুরস্কারঃ স্মার্ট ফোন


কুইজে যারা অংশ নিতে পারবে

  •   – গ্রুপ কঃ ৮-১২ বছর
  •   – গ্রুপ খঃ ১৩-১৮ বছর
  •   – গ্রুপ গঃ ১৯-তদুর্ধ্ব বছর

ডিজিটাল বাংলাদেশ অনলাইন কুইজ প্রতিযোগিতায় যেসব বিষয় থেকে প্রশ্ন করা হবে :

  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, মুজিববর্ষ
  • মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী,নির্বাচনী ইশতেহার, ভিশন ২০২১, ২০৪১ এবং ডেল্টা প্ল্যান ২১০০
  • ডিজিটাল বাংলাদেশ দিবস, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প, ডিজিটাল বাংলাদেশের চার স্তম্ভ, সকল ই-সেবা
  • বাংলাদেশের অর্জনসহ প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।

কুইজ প্রতিযোগিতার তারিখ ও সময়

  •   গ্রুপ ক : ২৯ নভেম্বর ২০২২
  •   গ্রুপ খ : ১ ডিসেম্বর ২০২২
  •   গ্রুপ গ : ২ ডিসেম্বর ২০২২

উল্লেখিত তারিখে সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে যে কোনো সময় কুইজ শুরু করা যাবে। কুইজ শুরু করার পর একজন প্রতিযোগী পরবর্তী ২১ মিনিট সময় পাবে।

ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতার নিয়মাবলি

  • ১. কুইজ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।
  • ২. প্রতিযোগিতায় অংশ নিতে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে।
  • ৩. একজন প্রতিযোগী কেবল একবার অংশগ্রহণ করতে পারবেন।
  • ৪. প্রত্যেক প্রতিযোগীকে সঠিক নাম, ঠিকানা, ছবি, ফোন নাম্বার এবং ইমেইল/সোশ্যাল মিডিয়া আই.ডি. ব্যবহার করতে হবে।
  • ৫. ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে পরবর্তীতে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।

  • ৬. সকল প্রশ্নের মান সমান (১ পয়েন্ট)। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ পয়েন্ট কাটা যাবে।
  • ৭. সকল প্রশ্ন এম.সি.কিউ. পদ্ধতিতে হবে।
  • ৮. প্রত্যেকের জন্যই প্রতিযোগিতার সময় ১২ মিনিট; অর্থাৎ নিবন্ধিত একজন প্রতিযোগী লগ-ইন করার পর উত্তর দেয়ার জন্য মোট ১২ মিনিট সময় পাবেন এবং এর ভেতর যতগুলো সম্ভব সঠিক উত্তর দিতে হবে।
  • ৯. একটি প্রশ্নের উত্তর দেয়ার সাথে সাথে পরবর্তী প্রশ্ন প্রতিযোগীর ডিভাইসে ভেসে উঠবে, এভাবে নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত একের পর এক প্রশ্ন আসতে থাকবে।
  • ১০. নির্ধারিত ১২ মিনিট সময়ের ভেতর সঠিক উত্তরদাতাদের মধ্য হতে সর্বোচ্চ সংখ্যক সঠিকতার ক্রমানুসারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ইত্যাদি বিজয়ী নির্বাচিত হবে।

  • ১১. একই সময়ে একাধিক প্রতিযোগী সমান সংখ্যক প্রশ্নের উত্তর দিলে তাদের মধ্য হতে কম্পিউটারের মাধ্যমে লটারী করা হবে।
  • ১২. প্রথম ১২ জনকে পুরস্কার দেয়া হবে।
  • ১৩. বিজয়ীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশিত হবে।
  • ১৪. পুরস্কার প্রদানের সময় ও পদ্ধতি সম্পর্কে পরবর্তীতে জানানো হবে।
  • ১৫. যে কোন প্রতিযোগী লগইন করার পর তার ডিভাইসে একের পর এক প্রশ্নের আগমন, উত্তরের সঠিকতা নির্ধারণ ও বিজয়ী নির্বাচনের পুরো প্রক্রিয়াটি কম্পিউটার জেনারেটেড হবে, ম্যানুয়াল প্রসেস থাকবে না।

  • ১৬. প্রতিযোগীকে ওয়েবসাইটে (quiz.digitalbangladesh.gov.bd) লগইন করে কুইজে অংশগ্রহণ করতে হবে; কোনও রকম স্ক্রিপ্ট বা অন্য কোনো পন্থা অবলম্বন করলে তাকে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।
  • ১৭. প্রতিযোগিতার পরিচালনা ও ফলাফল সংক্রান্ত যে কোনও বিষয়ে আয়োজকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
  • ১৮. একটি ডিভাইস থেকে একজন অংশগ্রহন করতে পারবেন।
  • ১৯. প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন যেভাবে

  • ১. প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।
  • ২. প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে নির্ধারিত সময়ের মধ্যে quiz.digitalbangladesh.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন (registration) করতে হবে।
  • ৩. একজন প্রতিযোগী কেবল একবার অংশ নিতে পারবেন।
  • ৪. সঠিক নাম, ফোন নাম্বার, ছবি ও ঠিকানা ব্যবহার করতে হবে, যা বিজয়ীদের ক্ষেত্রে যাচাই করা হবে।
  • ৫. প্রতিযোগীকে ওয়েবসাইটে লগইন করে কুইজে অংশ নিতে হবে। কোনো রকম স্ক্রিপ্ট বা অন্য কোনো পন্থা অবলম্বন করলে তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হবে।

কুইজে নিবন্ধনের তারিখ

২৬ নভেম্বর ২০২২ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে (quiz.digitalbangladesh.gov.bd) নিবন্ধন করা যাবে। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে এখনি আপনার নিবন্ধন নিশ্চিত করুন ও প্রোফাইল আপডেট করুন।

কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়ার লিংক

ডিজিটাল অনলাইন কুইজ প্রতিযোগিতার লিংক: quiz.digitalbangladesh.gov.bd

ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার প্রশ্নের ধরন

  • ২০১১ সালে যাত্রা শুরু করে দেশের প্রযুক্তি খাতের সবচেয়ে বড় সম্মেলন ডিজিটাল ওয়ার্ল্ড।
  • বাংলা ভাষা চর্চায় বাংলাদেশ সরকারের উদ্যোগে ইউনিকোড সুবিধা সম্বলিত যে প্রমিত বাংলা ফন্ট ব্যবহারের জন্যে উন্মুক্ত করা হয়েছে –
  • গ্রামীণ জনপদের মানুষের কাছে তথ্য-প্রযুক্তির সেবা পৌঁছে দিতে ২০১০ সালে সরকার প্রতিষ্ঠা করে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র। এ কর্মসূচির পরিবর্তিত নাম কী?
  • বর্তমানে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে না ঘুরে, এসএমএস কিংবা অনলাইনে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকেই ফলাফল জানা যায়। কোন সাল থেকে অনলাইনে পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের ব্যবস্থা শুরু হয়?
  • বাংলাদেশের ‘a2i’ প্রকল্পের সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে দক্ষিণ এশিয়ার তিনটি দেশ একই ধরনের কর্মসূচি ও প্রকল্প চালু করে। কোন তিনটি দেশ?

এগুলো হচ্ছে প্রশ্নের নমুনা। এরকম প্রশ্ন কুইজে আসতে পারে। প্রতিটি প্রশ্নের সঙ্গে ৩টি বা ৪টি অপশন থাকবে, সেগুলোর মধ্যে সঠিক উত্তরটি বাছাই (select) করতে হবে।

Digital Bangladesh Quiz Contest 2022 FAQ

ডিজিটাল বাংলাদেশ দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২ কিভাবে শুরু করতে হবে?

উত্তর : লগইন করার পর ‘কুইজ শুরু করুন’ বাটনে ক্লিক করে কুইজ শুরু করতে পারবেন।

ডিজিটাল বাংলাদেশ দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২ এ পুনরায় অংশগ্রহণ করতে পারবো কিনা?

উত্তর : না। আপনি একবার কুইজে অংশগ্রহণ করার পর পুনরায় অংশগ্রহণ করতে পারবেন না।

ডিজিটাল বাংলাদেশ দিবস কুইজ প্রতিযোগিতায় কয়টি প্রশ্ন থাকবে?

উত্তর : সকল গ্রুপে ১০০টি করে প্রশ্ন থাকবে।

সার্টিফিকেট কিভাবে পাওয়া যাবে?

উত্তর : কুইজ সম্পন্ন হবার পর নির্ধারিত সময়ে নিজ নিজ প্রোফাইল থেকে সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। শুধুমাত্র যারা কুইজে অংশগ্রহণ করবে তারাই সার্টিফিকেট পাবেন।