ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ [প্রকাশ] > BDS dental result 2023 pdf

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ (Dental admission result 2023) প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ডেন্টাল প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় মেধা, পছন্দ ও কোটা অনুযায়ী ৫৪০ পরীক্ষার্থীকে ১টি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ যেভাবে পাওয়া যাবে

ভর্তি পরীক্ষার ফলাফল শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (https://dgme.portal.gov.bd) ও স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট (https://dghs.gov.bd) থেকে জানা যাবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা টেলিটক ০১৫৫০১৫৫৫৫৫ এই নম্বর থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল সংক্রান্ত তথ্য জানতে পারবেন।

শনিবার (৬ মে) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ বিডিএস ভর্তি পরীক্ষা গত ৫ মে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা, পছন্দ, কোটা অনুযায়ী ৫৪০ জন পরীক্ষার্থীদেরকে ১টি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ মে হতে ২৮ মে পর্যন্ত নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির স্বপক্ষে পরীক্ষার্থী কর্তৃক প্রমাণ প্রদানে ব্যর্থ হলে বা প্রদানকৃত তথ্য অসত্য বলে প্রতীয়মান হলে যে কোনো সময় তার ভর্তি বাতিলপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ওপর বিধিসম্মত যেকোনো পরিবর্তন কেন্দ্রীয় ভর্তি কমিটি সংরক্ষণ করে।

বেসরকারি ডেন্টালে ভর্তি প্রসঙ্গে অধিদফতর জানিয়েছে, বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটগুলোতে ভর্তির বিষয়ে পরবর্তীতে বিজ্ঞপ্তি জারি করা হবে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার (৫ মে) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর পাঁচটি কেন্দ্রসহ দেশের মোট ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাত্র ৫৪৫টি আসনের বিপরীতে ৩৭ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষা দেন, অর্থাৎ প্রতি সিটের পেছনে ৬৮ জন শিক্ষার্থী এবার ভর্তি পরীক্ষায় অংশ নেন।

উল্লেখ্য, ডেন্টাল ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ৮ এপ্রিল ২০২৩ রাত ১১.৫৯টা। অনলাইনে আবেদন করতে হয়েছে http://dgme.teletalk.com.bd ওয়েবসাইট থেকে।

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

শিক্ষা প্রতিষ্ঠান সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ / ডেন্টাল ইউনিট
কোর্স বিডিএস (ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি)
সেশন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ
প্রবেশপত্র ডাউনলোড ৩ এপ্রিল থেকে ২ মে ২০২৩
ভর্তি পরীক্ষার তারিখ ৫ মে ২০২৩ সকাল ১০-১১টা
ওয়েবসাইট https://dgme.portal.gov.bd
রেজাল্ট লিংক http://dgme.teletalk.com.bd

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ - BDS dental admission 2023

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ - BDS dental admission 2023 https://dgme.portal.gov.bd
ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ - BDS dental admission 2023 https://dgme.portal.gov.bd

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24
Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.