ছাত্র-ব্যবসায়ীদের সংঘর্ষ, ঢাকা কলেজ বন্ধ


এডু ডেইলি ২৪ প্রকাশ: এপ্রিল ২০, ২০২২, ১:২২ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৬ অপরাহ্ন /
ছাত্র-ব্যবসায়ীদের সংঘর্ষ, ঢাকা কলেজ বন্ধ

ছাত্র-ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনার প্রেক্ষাপটে ঢাকা কলেজ ৫ মে ২০২২ তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১৯ এপ্রিল বিকালের মধ্যে ছাত্রদের আবাসিক ছাত্রাবাস ছাড়তে হবে।

১৮ এপ্রিল ২০২২ দিবাগত রাত ১২টার দিকে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। রাত আড়াইটার দিকে সংঘর্ষ থামে। পরে ১৯ এপ্রিল সকালে আবারো সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষের কারণে রাজধানীর ব্যস্ত মিরপুর সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ আছে। এর ফলে ঢাকার বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

১৮ এপ্রিল রাতে ঢাকা কলেজের একাধিক ছাত্র বলেছেন, তাঁদের এক সহপাঠীর ওপর নিউমার্কেটের ব্যবসায়ীরা হামলা চালিয়েছেন। এর জেরেই সংঘর্ষ হয়েছে। ব্যবসায়ীরা বলেছেন, রাতে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র নিউমার্কেটের একটি খাবারের দোকানে খাবার খেয়ে টাকা না দিয়েই চলে যাচ্ছিল। এরই প্রেক্ষিতে শুরু হয় সংঘর্ষ।

Rate this post