ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের রেজাল্ট ২০২২ : পাস ১০.৩৯%


এডু ডেইলি ২৪ প্রকাশ: জুলাই ৫, ২০২২, ১:৫৭ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:০৯ অপরাহ্ন /
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের রেজাল্ট ২০২২ : পাস  ১০.৩৯%

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের রেজাল্ট (২০২২) প্রকাশিত হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক ইউনিটে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পাস করেছে ১০.৩৯ শতাংশ শিক্ষার্থী।

ফলাফল বিশ্লেষণ

বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
ভর্তির সেশন ২০২১-২০২২ শিক্ষাবর্ষ
মোট পরীক্ষার্থী ১,১০,৩৭৪ জন
মোট পাস ১১,৪৬৬ জন
মোট আসন ১৭৮১টি
পাসের হার ১০.৩৯ শতাংশ
পরীক্ষার তারিখ ১০ জুন ২০২২
রেজাল্টের লিংক :https://admission.eis.du.ac.bd

বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
ভর্তির সেশন ২০২১-২০২২ শিক্ষাবর্ষ
মোট পরীক্ষার্থী ১,১০,৩৭৪ জন
মোট পাস ১১,৪৬৬ জন
মোট আসন ১৭৮১টি
পাসের হার ১০.৩৯ শতাংশ
পরীক্ষার তারিখ ১০ জুন ২০২২

৪ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে প্রধান অতিথি হিসেবে ‘ক’ ইউনিটের ফলাফল ঘোষণা করেন উপাচার্য মো. আখতারুজ্জামান৷ এ সময় ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও ফার্মাসি অনুষদের ডিন সীতেশ চন্দ্র বাছার উপাচার্যের সঙ্গে ছিলেন৷

গত ১০ জুন ২০২২ তারিখে ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷

বুয়েটে প্রথম হওয়া আসির ঢাবি ক ইউনিটেও প্রথম

বুয়েটে চলতি বছরের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী আসীর আন্‌জুম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের এবারের ভর্তি পরীক্ষায়ও প্রথম হয়েছেন৷ তবে ভর্তি পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা তিন শিক্ষার্থীর ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর একই।

‘ক’ ইউনিটে প্রথম হওয়া আসীর আন্‌জুম খান রাজধানী ঢাকার নটরডেম কলেজের ছাত্র ৷ তিনি ঢাকার বেগম বদরুননেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন৷ দ্বিতীয় হয়েছেন একই কলেজের খালিদ হাসান তুহিন৷ তিনি পরীক্ষা দেন ইডেন মহিলা কলেজ কেন্দ্রে৷ তৃতীয় হয়েছেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী জারিফা তাবাসসুম৷ তিনি পরীক্ষা দিয়েছেন খুলনার হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে৷ তাঁদের তিনজনেরই মোট নম্বর ১১৫ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৯৫)৷

একই নম্বরে পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্ধারণ প্রসঙ্গে জানতে চাইলে ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী সীতেশ চন্দ্র বাছার সাংবাদিকদের বলেন, ‘ভর্তি পরীক্ষায় একই নম্বর পেলে পরীক্ষার্থীদের আগের ফলাফলে (এসএসসি ও এইচএসসি) পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়ের প্রাপ্ত নম্বর দেখে আমরা ক্রম নির্ধারণ করি৷

admission.eis.du.ac.bd থেকে ঢাবির ভর্তি রেজাল্ট দেখার নিয়ম

অনলাইনে ক ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে ভিজিট করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে
https://admission.eis.du.ac.bd

মোবাইল SMS-এর মাধ্যমে রেজাল্ট জানার নিয়ম

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিচে উল্লিখিত ফরমেটে এসএমএস লিখে ফলাফল জানুন :
DUunitRoll sent to 16321
উদাহরণ: DUKARoll টাইপ করে 16321 নাম্বারে সেন্ড করুন।

Rate this post