ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নেহাল আহমেদ
ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক নেহাল আহমেদ। তিনি ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। তাকে ঢাকা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২৫ নভেম্বর ২০২০ (বুধবার) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
অধ্যাপক নেহাল আহমেদ ইংরেজি সাহিত্যের শিক্ষক। পহেলা ডিসেম্বর থেকে তিনি নতুন দায়িত্ব পালন করবেন বলে গণমাধ্যমকে জানান।
করোনা পরিস্থিতিতে ১ এপ্রিল থেকে তার তত্ত্বাবধানে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ অনলাইনে পাঠদান ও পরীক্ষা নেয় ঢাকা কলেজ। ঢাকা কলেজের ফেসবুক পেইজে প্রচারিত অনলাইন ক্লাসগুলোতে উপকৃত হয়েছে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা।