তৃতীয়-চতুর্থ শ্রেণির চাকরির নিয়োগ হবে পিএসসির মাধ্যমে
সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মতো (প্রথম থেকে দশম গ্রেড) ১১তম থেকে ২০তম গ্রেডের (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) নিয়োগও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সম্পন্ন করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানয়িছেন, পরীক্ষামূলকভাবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়া পিএসসির মাধ্যমে শুরু হতে যাচ্ছে। এ প্রক্রিয়া সফল হলে পরবর্তীতে এই ধরনের নিয়োগ কার্যক্রমের দায়িত্ব পুরোপুরি পিএসসির ওপর ন্যস্ত করা হবে।
জানা গেছে, বিভিন্ন প্রশাসনে প্রায়ই আড়াই থেকে তিন লাখের মতো তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর পদ খালি থাকে। এসব পদে নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম হয়। এসব কারণে নিয়োগ প্রক্রিয়া পিএসসির মাধ্যমে নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে।