দিনাজপুর বোর্ডের স্থগিত এসএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

Rate this post

দিনাজপুর বোর্ডের স্থগিত এসএসসি পরীক্ষার নতুন রুটিন (সময়সূচি) প্রকাশিত হয়েছে। প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া ৪টি বিষয়ের পরীক্ষা হবে ১০-১৩ অক্টোবর ২০২২।

২২ সেপ্টেম্বর ২০২২ দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থগিত হওয়া পরীক্ষাগুলো নিতে নতুন রুটিন প্রকাশ করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। রুটিন অনুযায়ী, ১০ অক্টোবর গণিত, ১১ অক্টোবর কৃষি বিজ্ঞান, ১২ অক্টোবর পদার্থবিজ্ঞান ও ১৩ অক্টোবর রসায়ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে প্রশ্নফাঁসের কারণে বুধবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন চলমান এসএসসির চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ চার বিষয় হলো- গণিত, পদার্থবিজ্ঞান, কৃষি বিজ্ঞান ও রসায়ন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ২০২২ সালের চলমান এসএসসি পরীক্ষার গণিত, পদার্থ বিজ্ঞান, কৃষি বিজ্ঞান এবং রসায়ন বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণ বসত স্থগিত করা হলো। স্থগিত বিষয়ের পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে।

এ বিষয়ে বুধবার শিক্ষাসচিব মো. আবু বকর ছিদ্দীক বলেন, প্রশ্নপত্র ফাঁসের কারণেই দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসির চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, আগের থেকে প্রশ্নফাঁসের এবারের ধরন ভিন্ন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে যে প্রশ্নফাঁস হলো তা থানার লকার থেকে আনার সময় ফাঁস হয়েছে। মূলত সেখানকার কেন্দ্র সচিব এ ঘটনা ঘটিয়েছেন। তিনি বিজ্ঞান বিভাগের বাড়তি কিছু প্রশ্ন নিয়ে নেন। যা পরে আমাদের নজরে আসে। তবে প্রশ্নগুলো এখনো ছড়িয়ে পড়েনি। প্রশ্নগুলো তিনি বাণিজ্যিক উদ্দেশে নাকি ব্যক্তিগত কারও সহায়তার উদ্দেশে নেওয়া হয়েছে তা তদন্তে জানা যাবে।

দিনাজপুর বোর্ডের ৪ পরীক্ষার সূচি

  • ১০ অক্টোবর ২০২২ গণিত
  • ১১ অক্টোবর ২০২২ কৃষি বিজ্ঞান
  • ১২ অক্টোবর ২০২২ পদার্থবিজ্ঞান
  • ১৩ অক্টোবর ২০২২ রসায়ন

এসএসসি পরীক্ষা নিয়ে দিনাজপুর বোর্ডের নোটিশ ২০২২

এসএসসি পরীক্ষা নিয়ে দিনাজপুর বোর্ডের নোটিশ ২০২২
এসএসসি পরীক্ষা নিয়ে দিনাজপুর বোর্ডের নোটিশ ২০২২

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *