দুদক কনস্টেবল মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২ প্রকাশিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) কনেস্টবল পদের মৌখিক পরীক্ষা (ভাইভা) ২ নভেম্বর ২০২২ (বুধবার) থেকে শুরু হবে। প্রতিদিন দুই থেকে তিন শিফটে পরীক্ষা নেওয়া হবে। এক শিফটে প্রার্থী ২০ থেকে ৫০ জন। ভাইভা শেষ হবে ১২ নভেম্বর ২০২২ তারিখে।
দুদকের বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষার দিন সব শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয়পত্র, প্রবেশপত্রের সত্যায়িত দুই কপি রঙিন ফটোকপি ও আবেদনপত্রের কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
Table of Contents
মৌখিক পরীক্ষার স্থান
রাজধানী ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দুদক কনস্টেবল মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২
দুদক কনস্টেবল মৌখিক পরীক্ষার তারিখ ২০২২ / Anti corruption commission (Dudok) constable viva exam schedule 2022 pdf download link : http://acc.org.bd/sites/default/files/files/acc.portal.gov.bd/notices/03190cbe_b3a4_42e6_bcf7_a5b1cf04e381/2022-10-27-04-30-24898f28777e18ee727302dfe81b7ded.pdf