নটর ডেম কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত-২০২০
২০২০-২১ শিক্ষাবর্ষে নটর ডেম কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল ২ জুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের এক দিন পরই আজ ৩ জুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি কার্যক্রম স্থগিতের কথা জানানো হয়।
নটর ডেম কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (৩ জুন ২০২০) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনার প্রেক্ষিতে বর্তমানের করোনা পরিস্থিতির কারণে ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।
নিজস্ব স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্রভাবে শিক্ষার্থী ভর্তির অনুমতি পাওয়া নটর ডেম কলেজের মতো হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরী কলেজের ভর্তি কার্যক্রমও স্থগিত করা হয়েছে। দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানা গেছে।