পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২১ সার্কুলার : লাইন ক্রু পদ ১৭০০টি

পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২১ সার্কুলার প্রকাশিত হয়েছে। লাইন ক্রু পদে ১৭০০ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন ক্রু লেভেল-১ পদে চুক্তি ভিত্তিতে ১ হাজার ৭০০ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আবেদন করতে হবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্ধারিত আবেদন ফরমে। ফরম (pdf) ডাউনলোডের লিংক নিচে দেয়া আছে।

পদের নাম: লাইন ক্রু লেভেল-১
পদসংখ্যা: ১৭০০
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাস, জিপিএ–৫.০০ স্কেলে ৩.০০ থাকতে হবে।

শারীরিক যোগ্যতা: প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।

বয়স: ২০২১ সালের ১ অক্টোবর প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ২১ বছর।
বেতন: ২৫,০০০ টাকা

যেভাবে আবেদন: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এ ওয়েবসাইট (http://www.reb.gov.bd) থেকে আবেদন করার জন্য নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে।
১৭০০ লাইন ক্রু নেবে পল্লী বিদ্যুৎ সমিতি, বেতন ২৫ হাজার

আবেদনপত্রসহ শারীরিক পরীক্ষার জন্য ৩০ অক্টোবর প্রার্থীদের নিজ নিজ জেলার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে উপস্থিত হতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী সময়ে প্রার্থীদের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।

Polli Bidyut Application Form 2021

নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফরম (pdf) ডাউনলোড করুন এই লিংক থেকে :
https://reb.portal.gov.bd/sites/default/files/files/reb.portal.gov.bd/page/4abc780c_1167_4dce_adf1_40fcefa3da22/2021-10-06-06-34-1fb4cd7b6c7b2f45608f66286bd230e7.pdf

Palli bidyut samity job circular 2021 – Line crew 1700 posts

Palli bidyut samity job circular 2021 - Line crew 1700 posts
পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২১ সার্কুলার – লাইন ক্রু পদ ১৭০০টি