প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ২৫ ক্যাটাগরির পদে মোট ১৫৩ জন নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনী সদর দপ্তর ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরসহ আন্তঃবাহিনী সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্যপদে (অস্থায়ী ভিত্তিতে)।
এক নজরে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ ২০২২
প্রতিষ্ঠান | প্রতিরক্ষা মন্ত্রণালয় (Ministry of Defense) প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় |
মোট পদসংখ্যা | ১৫০টি |
পদের ক্যাটাগরি | ২৫টি |
শিক্ষাগত যোগ্যতা | পদভেদে জেএসসি/এসএসসি/এইচএসসি/স্নাতক/সমমান |
আবেদনের সময়সীমা | ১৪ জুলাই থেকে ৪ আগস্ট ২০২২ |
অফিশিয়াল সাইট | http://dcd.gov.bd |
পদের নাম, পদ সংখ্যা, যোগ্যতা ও বেতন
১. পদের নাম : নিরাপত্তা উপ-পরিদর্শক (এসএসআই)
- পদ সংখ্যা : ১ টি
- বেতন : ১১৩০০-২৭৩০০ টাকা (গ্রেড-১২)
- যোগ্যতা : স্নাতক ডিগ্রি।
২। পদের নাম : সহকারী অধীক্ষক
- পদ সংখ্যা : ১টি
- বেতন : ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)
- যোগ্যতা : স্নাতক/সমমানের ডিগ্রি।
৩. পদের নাম : নক্সাকার গ্রেড-২
- পদ সংখ্যাঃ ৪টি
- বেতন : ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)
- যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাস
৪. পদের নাম : উচ্চমান সহকারী
- পদ সংখ্যা : ৭টি
- বেতন : ১০২০০-২৪৬৮০ টাকা
- গ্রেড : ১৪
- যোগ্যতা : স্নাতক/ সমমানের ডিগ্রি।
৫. পদের নাম : ক্যাশিয়ার
- পদ সংখ্যা : ১টি
- বেতন : ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)
- যোগ্যতা : স্নাতক ডিগ্রি।
৬. পদের নাম : পরিসংখ্যান সহকারী
- পদ সংখ্যা : ১টি
- বেতন : ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)
- যোগ্যতা : স্নাতক ডিগ্রি।
৭. পদের নাম : সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা : ১৮টি
- বেতন : ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)
- যোগ্যতা : স্নাতক ডিগ্রি। সাঁটলিপিতে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে টাইপের নির্দিষ্ট শব্দ সংখ্যার গতি থাকতে হবে।
৮. পদের নাম : নক্সাকার গ্রেড-৩
- পদ সংখ্যা : ২টি
- বেতন : ৯৭০০-২৩৪৯০ টাকা
- গ্রেড : ১৫
- যোগ্যতা : এইচএসসি / সমমানের ডিগ্রি।
৯. পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদ সংখ্যা : ১টি
- বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা
- গ্রেড : ১৬
- যোগ্যতা : এইচএসসি / সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরিকে নির্দিষ্ট গতি থাকতে হবে।
১০. পদের নাম : লাইব্রেরি সহকারী
- পদ সংখ্যা : ১টি
- বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
- যোগ্যতা : এইচএসসি / সমমানের ডিগ্রি।
১১. পদের নাম : ফটোল্যাব সহকারী
- পদ সংখ্যা : ১টি
- বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
- যোগ্যতা : এইচএসসি / সমমানের ডিগ্রি।
১২. পদের নাম : কাউন্টার ক্লার্ক
- পদ সংখ্যা : ৪টি
- বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
- যোগ্যতা : এইচএসসি / সমমানের ডিগ্রি।
১৩. পদের নাম : টেলিফোন অপারেটর
- পদ সংখ্যা : ৩টি
- বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
- যোগ্যতা : এইচএসসি / সমমানের ডিগ্রি।
১৪. পদের নাম : নিরাপত্তা তত্ত্বাবধায়ক
- পদ সংখ্যা : ১৪টি
- বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
- যোগ্যতা : এইচএসসি / সমমানের ডিগ্রি।
১৫. পদের নাম : বুক বাইন্ডার
- পদ সংখ্যা : ১টি
- বেতন : ৮৮০০-২১৩১০ টাকা (গ্রেড-১৮)
- যোগ্যতা : এইচএসসি / সমমানের ডিগ্রি।
১৬. পদের নাম : ফটোকপি অপারেটর
- পদ সংখ্যা : ৩টি
- বেতন : ৮৫০০-২০৫৭০ টাকা (গ্রেড-১৯)
- যোগ্যতা : এইচএসসি / সমমানের ডিগ্রি।
১৭. পদের নাম : অটো টেম্পু মেকানিক
- পদ সংখ্যা : ১টি
- বেতন : ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)
- যোগ্যতা : এসএসসি / সমমানের ডিগ্রি।
১৮. পদের নাম : অফিস সহায়ক
- পদ সংখ্যা : ৩৩টি
- বেতন : ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)
- যোগ্যতা : এসএসসি / সমমানের ডিগ্রি।
১৯. পদের নাম : বাবুর্চি
- পদ সংখ্যা : ৪টি
- বেতন : ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)
- যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস।
২০. পদের নাম : সহকারী বাবুর্চি
- পদ সংখ্যা : ২টি
- বেতন : ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)
- যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস।
২১. পদের নাম : মেসওয়েটার
- পদ সংখ্যা : ২টি
- বেতন : ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)
- যোগ্যতা : এসএসসি / সমমানের ডিগ্রি।
২২। পদের নাম : লস্কর
- পদ সংখ্যা : ১ টি
- বেতন : ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)
- যোগ্যতা : এসএসসি / সমমানের ডিগ্রি।
২৩। পদের নাম : নিরাপত্তা প্রহরী
- পদ সংখ্যা : ৩টি
- বেতন : ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)
- যোগ্যতা : এসএসসি / সমমানের ডিগ্রি।
২৪। পদের নাম : মালি
পদ সংখ্যা : ৫টি
বেতন : ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)
যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস।
২৫। পদের নাম : পরিচ্ছন্নতা কর্মী
- পদ সংখ্যা : ৪টি
- বেতন : ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)
- যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস।
অনলাইনে আবেদনের নিয়ম
আবেদন করতে হবে অনলাইনে http://dcd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ
আবেদন করা যাবে ১৪ জুলাই ২০২২ সকাল ১০টা থেকে ৪ আগস্ট ২০২২ বিকাল ৫টা পর্যন্ত।
আবেদন ফি
১ থেকে ১৬ ক্রমিক নম্বরের পদের জন্য ফি ১১২ টাকা (চার্জসহ) ও ১৭ থেকে ২৫ ক্রমিকের পদের আবেদন ফি ৫৬ টাকা (চার্জসহ)। ফি জমা দিতে হবে টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে SMS-এর মাধ্যমে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২

Ministry of defense job circular / DCD job circular 2022 pdf download link : http://dcd.gov.bd/sites/default/files/files/dcd.portal.gov.bd/notices/ba0bde82_0fba_44f2_b73a_2f75eb00a294/2022-07-06-08-35-d81bc6f499d4d724e95c93dd0d03f192.pdf