ব্যাংকের প্রবেশনারি অফিসারের কাজ কি, বেতন কত, যোগ্যতা? এসব ব্যাপারে অনেক চাকরি প্রার্থীরাই জানতে চান। Probationary officer (PO) পদটি ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানের ১ম স্তরের একটি পদ বা Entry position। ব্যাংকে বা প্রতিষ্ঠানে এই পদে প্রবেশের পর প্রতিষ্ঠানভেদে ১ থেকে ৩ বছর পর্যন্ত সেই কর্মীর প্রবেশনারি পিরিয়ড থাকে। এরপর 'অফিসার' পদে পদোন্নতি দেওয়া হয়, সেই সঙ্গে বেতনও বৃদ্ধি করা হয়।
Table of Contents
প্রবেশনারি অফিসারের কাজ কি বা দায়িত্ব কি?
- প্রবেশনারি অফিসারের প্রাথমিক কাজ বা দায়িত্ব হলো ব্যাংকের কার্যাবলী পরিচালনায় ঊর্ধতম কর্মকর্তা বা শাখা ব্যবস্থাপককে (Branch manager) সহায়তা করা।
- ব্যাংকিং কার্যক্রমের টুকটাক কাজগুলো পরিচালনা করা।
- গ্রাহকদের সেবা দেওয়ার পাশাপাশি তাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব বা সমস্যার সমাধান করা।
- ব্যাংকের নীতিমালার বিপণনের বিষয়টিও দেখতে হয়।
- ব্যাংকের কর্মক্ষমতা সম্পর্কে প্রতিবেদন (Report) তৈরি করে ব্যবস্থাপককে দেখাতে হয়।
- ঊর্ধতম কর্মকর্তার অনুপস্থিতিতে নির্দিষ্ট দায়িত্ব পালন।
- ঋণ মঞ্জুরী এবং ব্যাংকের অন্যান্য আর্থিক সিদ্ধান্ত সংক্রান্ত সভায় (Meeting) অংশ নিতে হয়।
প্রবেশনারি অফিসার মানে কি / প্রবেশনারি অফিসার অর্থ
প্রবেশনারি অফিসার পদটিকে ইংরেজিতে লেখা হয়- Probationary officer (PO)। এই পদটি ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানের ১ম স্তরের পদ বা Entry position। ব্যাংকে বা প্রতিষ্ঠানে এই পদে প্রবেশের পর প্রতিষ্ঠানভেদে ১ থেকে ৩ বছর পর্যন্ত সেই কর্মীর প্রবেশনারি পিরিয়ড থাকে। এরপর Officer হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এর সঙ্গে বেতনও বাড়ানো হয়।
প্রবেশনারি অফিসার পদের বেতন কত?
বিভিন্ন ব্যাংকের প্রবেশনারি অফিসার পদের বেতন ভিন্ন ভিন্ন। অনেক ব্যাংকেই এই পদের মাসিক বেতন ৪০ হাজার টাকা থেকে শুরু। প্রথম সারির ব্যাংকগুলোতে প্রবেশনারি অফিসার পদের বেতন ৪৫ হাজার টাকা থেকে শুরু।
প্রবেশনারি অফিসার পদে চাকরির যোগ্যতা
প্রবেশনারি অফিসার পদে চাকরির শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় সাধারণত মাস্টার্স ও সমমান। এছাড়া ব্যাংকভেদে আরো কিছু যোগ্যতা ও শর্ত চাওয়া হয়। এছাড়া একাডেমিক পরীক্ষাগুলোর ফলাফলের ন্যূনতম সিজিপিএও উল্লেখ করা হয় নিয়োগ বিজ্ঞপ্তিতে।