প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : ৫২ পদে চাকরি

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (পুনঃনিয়োগ সার্কুলার) প্রকাশিত হয়েছে। ৩ ক্যাটাগরির পদের মোট ৫২ জন নিয়োগ নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর (directorate of livestock)। আবেদনের তারিখ ২৯ সেপ্টেম্বর ২৮ অক্টোবর ২০২২ বিকাল ৩টা পর্যন্ত।

প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন “১টি এপিডিমিওলজি সেল ও ২৪টি কোয়ারেন্টাইন স্টেশন” এর জন্য অস্থায়ী রাজস্বখাতে সৃজনকৃত পদসমূহ সরাসরি নিয়োগ দেয়া হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ ২০২২

নিয়োগ বিজ্ঞপ্তিপ্রাণিসম্পদ অধিদপ্তরাধীন “১টি এপিডিমিওলজি সেল ও ২৪টি কোয়ারেন্টাইন স্টেশন” এর জন্য অস্থায়ী রাজস্বখাতে সৃজনকৃত পদসমূহ সরাসরি নিয়োগ
আবেদন এর শুরুর তারিখ২৯ সেপ্টেম্বর ২০২২, ১০:০০ am
আবেদন এর শেষ তারিখ২৮ অক্টোবর ২০২২, ০৩:০০ pm
মোট পদের সংখ্যা৫২
গ্রেড ও বেতন স্কেলপদের নাম, জাতীয় বেতন স্কেল ও বেতন গ্রেড (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী)
-৯৩০০-২২৪৯০/- বেতন গ্রেড- ১৬তম
-৮২৫০-২০০১০/- গ্রেড- ২০তম
শিক্ষাগত যোগ্যতাল্যবরেটরী টেকনিশিয়ান
যে কোন শিক্ষাবোর্ড হতে বিজ্ঞান বিভাগে এইচএসসি/ সমমান পাস থাকতে হবে।অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
ক) যে কোন শিক্ষাবোর্ড হতে এইচএসসি/ সমমান পাস।
খ) কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ম গতি নিম্মরূপ-
১) বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ম ২০ শব্দ
২) ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ম ২০ শব্দ
ল্যাবরেটরি এটেনডেন্ট
কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ৮ম শ্রেণি পাসসহ ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা।
প্রাথীর বয়স ২০২০-০৩-২৫ তারিখ পর্যন্তপ্রার্থীর বয়স ২৫/০৩/২০২০ খ্রিঃ তারিখে ১৮-৩০ বছর এর মধ্যে হতে হবে। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধার নাতী/ নাতনীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
শর্তাবলীপ্রাণিসম্পদ অধিদপ্তরের ০৮/০৯/২০১৯ তারিখের নং – ৩৩.০১.০০০০.১০১.১১.৮৭৫.১৯-২২৬২ সংখক স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল প্রাথী আবেদন করেছেন, তাদেরকে নতুন করে আবেদন করার প্র্রয়োজন নাই।
অফিসিয়াল ওয়েবসাইট http://dls.gov.bd
আবেদনের লিংক :http://job.dls.gov.bd

আবেদন নির্দেশিকা

 আবেদনপত্র পূরণের সতর্কতা

  • ফরম পূরনের পূর্বে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভালভাবে পড়ুন।
  • ধীরস্থিরভাবে ফরম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন। যাতে কোনও প্রকার তথ্য ভূল না হয়।
  • মিথ্যা বা বিভ্রান্তিমুলক তথ্য প্রদানকারীর বিরুদ্ধে আইনুরাগ ব্যবস্থা গ্রহন করা হবে।
  • কোনো প্রকার অসম্পূর্ণ বা অসত্য তথ্য প্রদান করলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

আবেদন করার পূর্ব প্রস্তুতি

  • মূল চালান এর স্ক্যান কপি ( সাদা ব্যাকগ্রাউন্ড , জেপিইজি ফরমেট) ।
  • ১৭ ডিজিটের জাতীয় পরিচয়পত্র নম্বর / ১০ ডিজিটের স্মার্ট কার্ড নম্বর / ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর।
  • মোবাইল নম্বর।
  • সদ্য তোলা রঙ্গিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড,  ৩০০ x ৩০০ পিক্সেল , জেপিইজি ফরমেট)।
  • স্বাক্ষর এর স্ক্যান কপি ( সাদা ব্যাকগ্রাউন্ড,  ২৫০ x ১৫০ পিক্সেল, জেপিইজি ফরমেট)।
  • আবেদনপত্র প্রিন্ট করার ব্যবস্থা।

আবেদন করার নিয়মাবলী

  • নির্দিষ্ট ঘরে নাম বাংলায় ও ইংরেজিতে(বড় অক্ষরে) লিখুন (এস.এস.সি সনদ অনুযায়ী)।
  • জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজিতে লিখুন (১০/১৭ ডিজিটের, কারো ১৩ ডিজিট এর হলে জম্ম সাল এর ৪ ডিজিট প্রথমে লিখুন )।
  • জন্ম নিবন্ধন নম্বর ইংরেজিতে লিখুন (১৭ ডিজিটের, কারো ১৩ ডিজিট এর হলে জম্ম সাল এর ৪ ডিজিট প্রথমে লিখুন )।
  • জন্ম তারিখ ইংরেজিতে লিখুন (YYYY-MM-DD)অথবা নির্বাচন করুন ।
  • নিজ বিভাগ নির্বাচন করুন ।
  • নিজ জেলা নির্বাচন করুন ।
  • পিতার নাম লিখুন ( ইংরেজিতে অথবা বাংলায়এস.এস.সি সনদ অনুযায়ী)।
  • মাতার নাম লিখুন ( ইংরেজিতে অথবা বাংলায়এস.এস.সি সনদ অনুযায়ী)।
  • জেন্ডার নির্বাচন করুন ।
  • মোবাইল নম্বর ইংরেজিতে লিখুন ( ১১ ডিজিট এর মোবাইল নম্বর (ইংরেজীতে) । উদাহরণ:01715xxxxxx)
  • নিজের ধর্ম সঠিক ভাবে লিখুন ( ইংরেজিতে অথবা বাংলায়) ।
  • নিজের জাতীয়তা সঠিক ভাবে লিখুন ( ইংরেজিতে অথবা বাংলায়) ।
  • ই-মেইল (যদি থাকে) সঠিক ভাবে লিখুন ( ইংরেজিতে, উদাহরণ: abc@gmail.com)
  • আপনার কোনো পেশা থাকলে লিখুন ( ইংরেজিতে অথবা বাংলায়) ।
  • বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সঠিক ভাবে লিখুন ( ইংরেজিতে অথবা বাংলায়) ।
  • শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ থেকে সর্বপ্রথম ধারাবাহিকভাবে একের পর এক লিখুন।
  • অতিরিক্ত যোগ্যতা (যদি থাকে) তাহলে সঠিক ভাবে উল্লেখ করুন।
  • অভিজ্ঞতা বিবরণঃ কোনো প্রকার অভিজ্ঞতা থাকলে সঠিক ভাবে উল্লেখ করুন।
  • কোটা নির্বাচন করুন অন্যান্য হলে অন্যান্য কোটা হলে উল্লেখ করুন ঘরে লিখুন।
  • বিভাগীয় প্রার্থী কি না ? নির্বাচন করুন হ্যাঁ হলে পরবর্তী ঘর গুলো পূরণ করুন।

  • প্রার্থীর ছবি
    • প্রার্থীর সদ্য তোলা রঙীন ছবি।
    • ৩০০ X ৩০০ পিক্সেল এর জেপিজি ফরমেট এর সাদা ব্যাকগ্রাউন্ড এ স্ক্যান কপি।
    • ছবিটি অবশ্যই ৩০০ KB এর ভিতরে হতে হবে।

  • প্রার্থীর স্বাক্ষর
    • ২৫০ X ১৫০ পিক্সেল এর জেপিজি ফরমেট এর সাদা ব্যাকগ্রাউন্ড এ স্ক্যান কপি।
    • ছবিটি অবশ্যই ৩০০ KB এর ভিতরে হতে হবে।

  • সবকিছু সঠিক ভাবে পূরণ করার পর “সংরক্ষণ করুন ও পরবর্তী ধাপ” বাটন দেয়া ক্লিক করুন। তারপর সব ঠিক থাকলে আপনার বায়ো-ডাটা সঠিক ভাবে তৈরী হবে

  • এরপর আপনাকে চালান এর তথ্য পূরণ করে “আবেদন নিশ্চিত করুন” বাটন এ ক্লিক করলে আবেদন যাচাইকরণ একটি পেজ আসবে ।

  • সব ঠিক থাকলে আবেদন “আবেদন নিশ্চিত করুন” বাটন এ ক্লিক করে আবেদন নিশ্চিত করুন ।
  • কোনো তথ্য ভুল মনে হলে সম্পাদনা বাটন এ ক্লিক করে সংশোধন করে নিতে পারবেন ।
  • একবার আবেদন নিশ্চিত করা হয়ে গেলে আর সংশোধনের কোনো সুযোগ থাকবে না।
  • আবেদনপত্র প্রিন্ট করে রাখুন।

 আবেদন শেষের বিশেষ নির্দেশাবলী

  • আবেদনপত্র প্রিন্ট করে সংরক্ষন করে রাখুন।
  • চালানের মূলকপি , আবেদনের প্রিন্ট করা হার্ডকপি ও সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি মৈখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।
  • মৈখিক পরীক্ষার সময় সকল সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও আবেদনের প্রিন্ট করা হার্ডকপি জমা দিতে হবে। 
  • প্রবেশ পত্র প্রাপ্তির তারিখ ওয়েবসাইটে জানানো হবে।
  • অনলাইন থেকে  প্রবেশ পত্র প্রিন্ট বা ডাউনলোড করে নিতে হবে। 

Directorate of livestock (DLS) job circular 2022 pdf

প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ pdf পাওয়া যাবে এই লিংকে :http://job.dls.gov.bd/assets/media/job_notice_attachments/recruit-1664343320.pdf