৩৮ জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত


এডু ডেইলি ২৪ প্রকাশ: ফেব্রুয়ারি ১৪, ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৪ অপরাহ্ন /
৩৮ জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত

৩৮ জেলায় প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) খান মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগ স্থগিতের নির্দেশনা জারি করা হয়েছে।

আদালতে মামলার কারণে এসব জেলার নিয়োগ কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ এর ফলাফলে ‘৬০ শতাংশ মহিলা কোটা সংরক্ষণ হয়নি’ উল্লেখ করে হাইকোর্টে ৩৮ জেলায় রিট পিটিশন মামলা করা হয়েছে। এই রিট পিটিশনের আদেশে আদালত আগামী ৬ মাসের জন্য নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। ফলে পূর্ব ঘোষণা মতে- আগামী ১৬ ফেব্রুয়ারি এসব জেলায় যোগদানের বিষয়টি অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এসব জেলায় নির্বাচিত শিক্ষকদের চাকরিতে যোগদান, কর্মশালা ও পদায়ন নির্দেশনাও স্থগিত করা হয়েছে। আদালতে বিষয়টি সুরাহা হলে পরবর্তীতে তাদের যোগদান-পদায়নের সময় জানিয়ে দেয়া হবে বলে।

এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ-২০১৮ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিতদের ২০ থেকে ২৫ জানুয়ারি ২০২০ তারিখের মধ্যে ডাকযোগে নিয়োগপত্র পাঠানো হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি যোগদান ও ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে তাদের কর্মশালামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়া যাবে www.dpe.gov.bd ওয়েবসাইটে।

Primary teache recruitment postponed Dpe gov bd 2020
৩৮ জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত – বিজ্ঞপ্তি – তালিকা
Rate this post