৪১তম প্রিলিমিনারি প্রার্থীদের জন্য শেষ মুহূর্তের পরামর্শ

৪১তম প্রিলিমিনারি প্রার্থীদের জন্য শেষ মুহূর্তের পরামর্শ

৪১তম প্রিলিমিনারি প্রার্থীদের জন্য শেষ মুহূর্তের কয়েকটি পরামর্শ -

পরামর্শ- ১ :
আমার কাছে মনে হয়, BCS preliminary is a test of intelligence rather than merit. এটি যতটা না মেধার তার চেয়ে বেশি বুদ্ধির পরীক্ষা।
যেমন: পরীক্ষার হলে আপনার পাশে যে প্রার্থী বসেছেন, তিনি কতটুকু নির্ভরযোগ্য সেটি যাচাই করতে পারাও একটা যোগ্যতা! এছাড়া এবারের প্রশ্নটি সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে সেটি অনুমান করতে পারা সবচেয়ে বড় যোগ্যতা!!

পরামর্শ - ২ :
অনেকেরই প্রশ্ন, "কতটি উত্তর দাগাবো?" সহজ জবাব হলো, যে কটি প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে পারেন, তার সবগুলোই দাগাবেন। আর যেটি একদমই পারেন না, সেটি দাগানোর প্রয়োজন নেই।
তবে উত্তর দাগানোর ক্ষেত্রে নিচের তিনটি মেথড অনুসরণ করতে পারেন।
ক. যে প্রশ্নের উত্তর জানা আছে, সে প্রশ্নের নম্বরের উপর একটি টিক চিহ্ন (✓) দিয়ে উত্তরপত্রের বৃত্ত ভরাট করুন। (অবশ্যই প্রশ্নপত্রে সঠিক উত্তরের উপর টিক মার্ক দেবেন না)
খ. যে প্রশ্নের উত্তর করা আপনার পক্ষে অসম্ভব তথা যেটার উত্তর মোটেও জানা নেই, সেই প্রশ্নের নম্বরের উপর সাথে সাথে একটি ক্রস (×) চিহ্ন দিন।
এটা নিয়ে গবেষণা করে আর এক সেকেন্ড সময়ও নষ্ট করার দরকার নেই।
(খুবই কঠিন, এমন ৫০/৬০ টি প্রশ্ন দ্রুত এড়িয়ে গেলে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না; এতে বরং সময় সাশ্রয় হয়।)
গ. যে প্রশ্নগুলো কনফিউজড মনে হয়, সেই প্রশ্নের নম্বরগুলোতে একটি দাগ (/) দিয়ে রাখুন। সব সঠিক উত্তর দাগানোর পরে এবার এই কনফিউজডগুলো নিয়ে একটু গবেষণা করুন।
মন থেকে সিক্সটি পার্সেন্ট ইতিবাচক সাড়া পেলে বৃত্ত ভরাট করুন। আর তা না হলে বাদ দিন।

পরামর্শ-৩ :
দুই পদ্ধতিতে প্রশ্নের উত্তর ভরাট করতে পারেন।
ক. প্রশ্নপত্রের শুরু থেকে উত্তর করে ক্রমান্বয়ে শেষ করা। অথবা,
খ. যে বিষয়গুলোতে নিজের অবস্থান ভালো মনে করেন সেই বিষয়গুলোর উত্তর আগে ভরাট করে ফেলা। (ধরুন, কেউ গণিত বা ইংরেজিতে দুর্বল হলে, তার উচিত হবে সবশেষে এদের উত্তর করা।)

পরামর্শ-৪ :
প্রস্তুতিপর্ব শেষ।
এখন পুরোপুরি তকদিরে বিশ্বাস করুন। মহান প্রভু আপনার রিজিকের ফয়সালা যেখানে নির্ধারিত করে রেখেছেন, আপনি অবধারিতভাবে সেখানেই গমন করবেন। অনেক তুখোড়, বাঘাবাঘা প্রার্থীকেও দুর্ভাগ্যজনকভাবে প্রিলিতে ফেল করতে দেখেছি।
আবার দুর্বল বা সামান্য সময়ের প্রস্তুতি নিয়েও প্রিলি উত্তীর্ণ হয়েছেন, এমনও বহু দৃষ্টান্ত রয়েছে।

প্লিজ, মাত্রাতিরিক্ত সিরিয়াস হবেননা। নিজেকে পুরোপুরি শান্ত রাখুন। জাস্ট একটা মডেল টেস্ট দিতে যাচ্ছেন, এমনটা ভাবুন।

আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করেছেন। বাকিটা নিঃশর্তে আল্লাহ্‌র ইচ্ছার উপর ছেড়ে দিন।

পরামর্শ-৫ :
সবাই প্রিলি টিকবেনা।
এটাই সত্য যে রেওয়াজ অনুযায়ী অন্তত ৯৩/৯৪ শতাংশ প্রার্থী অকৃতকার্য হবে।
অতএব কারো পরীক্ষা যদি অপ্রত্যাশিতভাবে খারাপ হয়ে যায়, ভেঙ্গে পড়বেননা।
Keep hope alive. ঠিক পরীক্ষা দিয়ে এসেই আগামী ৬ আগস্ট অনুষ্ঠিতব্য ৪৩ তম বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য আদাজল খেয়ে নেমে পড়ুন। ব্যর্থতাকে সাফল্যের খুঁটি বানিয়ে ফেলুন। #আমি এমন একজনের উদাহরণ দিতে পারব, যিনি প্রথম বিসিএসে প্রিলিতে ফেল করেছেন, কিন্তু দ্বিতীয় বিসিএসে সম্মিলিত মেধা তালিকায় প্রথম হয়েছেন।

পরামর্শ-৬ :
যারা প্রিলিমিনারির বৈতরণী পার হতে পারবেন বলে আশাবাদী হবেন তারা পরদিন থেকেই রিটেন পরীক্ষার জন্য ধুমিয়ে প্রস্তুতি নেয়া শুরু করবেন। মনে রাখবেন, রিটেন পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারাই বিসিএসে সাফল্যের গোপন রহস্য। এক্ষেত্রে চাইলে বিভিন্ন কোচিংয়ের সহযোগিতা নিতে পারেন। পাশাপাশি যে সকল বিষয়ে নিজেকে খুব দুর্বল মনে করেন, সেগুলোর জন্য অনলাইনে/জুম অ্যাপে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকের সহায়তা নিতে পারেন।

পরামর্শ-৭ :
এখনই পরীক্ষার প্রবেশপত্র, applicant's কপি, জাতীয় পরিচয়পত্র, সিট প্ল্যান, ভালো মানের দুটি কালো বলপেন, একটি পেন্সিল, রাবার, মাস্ক, ছোট হ্যান্ড স্যানিটাইজার, বেঞ্চে ধুলাবালি থাকলে পরিষ্কার করার জন্য কয়েকটি হ্যান্ড-টাওয়েল টিস্যু প্লাস্টিকের একটি স্বচ্ছ ফাইলে রেডি রাখুন। হাফ লিটারের এক বোতল পানিও সাথে রাখুন। (আপনার আসন কোথায় পড়েছে সে ব্যাপারে এখনই শতভাগ নিশ্চিত হয়ে নিন।)

একটি পর্যবেক্ষণ :

২০০ নম্বরের প্রিলি পরীক্ষা চালু হওয়ার পর থেকে একটি রেওয়াজ কাকতালীয়ভাবে চালু হয়েছে।
৩৫ তম: প্রশ্নপত্র কঠিন
৩৬ তম: অপেক্ষাকৃত সহজ
৩৭ তম: প্রশ্নপত্র কঠিন
৩৮ তম: অপেক্ষাকৃত সহজ
৩৯ তম: (স্পেশাল)
৪০ তম: একটু কঠিন
৪২ তম: (স্পেশাল)
৪১ তম: প্রশ্নপত্র একটু সহজ হতে পারে এমন অনুমান কতটুকু ঠিক/কাকতালীয় হবে, সেটাই এখন দেখার বিষয়!!!

লেখক : শরিফ হোসাইন আহমেদ চৌধুরী
[ ফেসবুক থেকে সংগৃহীত ]

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24

Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.