বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স নিয়োগ ২০২৩ সার্কুলার। Fire service job circular 2023
বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স নিয়োগ ২০২৩ সার্কুলার (Fire service job circular 2023) প্রকাশিত হয়েছে। ৬ ক্যাটাগরির পদে মোট ১৩ জন নিয়োগ দেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (FSCD)। আবেদন করতে হবে অনলাইনে । আবেদন শুরুর তারিখ ৩০ এপ্রিল ২০২৩। আবেদনের শেষ তারিখ ৩১ মে ২০২৩। অনলাইনে আবেদনের জন্য http://fscd.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করুন।
এরপর Application Form অপশনে ক্লিক করুন। ৬টি পদের মধ্যে হতে যেকোন একটি পদ সিলেক্ট করে Next এ ক্লিক করুন। No সিলেক্ট করুন তারপর পুনরায় Next এ ক্লিক করুন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এ চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন। জেনে রাখা দরকার, আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দুটি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ x ৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB।
ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৩
প্রতিষ্ঠানের নাম | ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (FSCD) |
চাকরির ধরন | সরকারি চাকরি |
পদের নাম | বিভিন্ন পদে |
মোট পদ সংখ্যা | ১৩টি |
পদের ধরন | ৬টি |
আবেদন শুরু | ৩০ এপ্রিল ২০২৩ |
আবেদন শেষ | ৩১ মে ২০২৩ |
আবেদনের লিংক | http://fscd.teletalk.com.bd |
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স নিয়োগ ২০২৩
১. পদের নাম : সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা : ২টি।
- শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা ২৫ ও শর্টহ্যান্ডে ৪৫ এবং ইংরেজি ৩০ ও শর্টহ্যান্ডে ৭০ শব্দের গতি থাকতে হবে।
- মাসিক বেতন : ১০২০০-২৪৬৮০ টাকা।
২. পদের নাম : ওয়ারলেস মেকানিক
- পদ সংখ্যা : ৪টি।
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে ২য় বিভাগসহ (বিজ্ঞান বিভাগ) উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পাশ বা সমমানের শিক্ষাগত যোগ্যতা।
- অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ।
- মাসিক বেতনঃ ৯৭০০-২৩৪৯০ টাকা।
৩. পদের নাম : অফিস সহকারী
- পদ সংখ্যা : ১টি।
- শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পাশ বা সমমানের শিক্ষাগত যোগ্যতা।মাসিক বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা।
৪. পদের নাম : স্টোর সহকারী
- পদ সংখ্যা : ২টি।
- শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পাশ বা সমমানের শিক্ষাগত যোগ্যতা।অন্যান্য যোগ্যতা : টাইপে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- মাসিক বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা।
৫. পদের নাম : ইলেকট্রিশিয়ান
- পদ সংখ্যা : ১টি।
- শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত টেকনিক্যাল ইন্সষ্টিটিউট হতে অটো ইলেকট্রিশিয়ান এর সার্টিফিকেটধারী।
- মাসিক বেতন : ৯০০০-২১৮০০ টাকা।
৬. পদের নাম : অফিস সহায়ক
- পদ সংখ্যা : ৩টি।
- শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- মাসিক বেতন : ৮২৫০-২০০১০ টাকা।
প্রার্থীর বয়স
- যেসব প্রার্থীর বয়স ১ লা এপ্রিল, ২০২৩ তারিখে ১৮ হতে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য এবং ২৫ মার্চ, ২০২০ তারিখে যাদের বয়স ৩০ বছর হয়েছে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন ।
- তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার বয়স ২৫ মার্চ, ২০২০ তারিখে ৩২ বছর পূর্ণ হয়েছে তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। কিন্তু বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য নয়।
- বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ (তবে এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।
আবেদনের শর্তাবলি ও নির্দেশনা
- প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/স্লিপ থাকতে হবে।
- জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি/স্লিপ ব্যতীত কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।
- বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ (তবে এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।
- সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য নয়। অস্পষ্ট/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
- নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
- প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি/নীতি অনুসরণ করা হবে।
- প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার যাতায়াত ভাতা (TA) ও দৈনিক ভাতা (DA) প্রদান করা হবে না।
- কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যেকোন আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল করতে পারবেন। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন।
- এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন পরিবর্তন/ সংশোধন (যদি থাকে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (http://www.fireservice.gov.bd) পাওয়া যাবে।
ফায়ার সার্ভিসে চাকরির আবেদনের নিয়ম
আগ্রহীরা অনলাইনে ( http://fscd.teletalk.com.bd ) এর মাধ্যমে আবেদন করতে হবে।
ফায়ার সার্ভিস নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না। ফায়ার সার্ভিস নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://fscd.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
প্রবেশপত্র / এডমিট কার্ড ডাউনলোড করার নিয়ম
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহনের শর্তবলীঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী।
নিয়ােগ পরীক্ষার ধাপ
- ১. লিখিত পরীক্ষা
- ২. মৌখিক পরীক্ষা
- ৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)।
বাংলাদেশ ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ / ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
Bangladesh Fire service job circular 2023
Fire service fireman job circular 2023 pdf download link : http://www.fireservice.gov.bd/sites/default/files/files/fireservice.portal.gov.bd/notices/f65e2527_3e3c_4169_a787_2a8dde40ed58/2023-04-27-08-33-03b840b22ea691a828eff33638a76ee8.pdf
আরো পড়ুন : ফায়ারম্যানের কাজ কি?
Fire service training video
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( https://www.facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( http://www.youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।