বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – ৩০১টি পদ


এডু ডেইলি ২৪ প্রকাশ: জুন ২২, ২০২২, ২:২৩ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১১ অপরাহ্ন /
বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – ৩০১টি পদ

বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ১০ ক্যাটাগরির পদে মোট ৩০১ জন নিয়োগ দেয়া হবে। পদভেদে প্রার্থীর যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি থেকে সর্বোচ্চ এইচএসসি।

অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর।

পদের নাম ও সংখ্যা

১. সুপারভাইজার (পরিবহন) – ৫টি
২. ড্রাইভার (রেডিমিক্স) – ৬০টি
৩. ড্রাইভার (ড্রাম ট্রাক) – ১০টি
৪. ড্রাইভার (সিমেন্ট বাল্ক ক্যারিয়ার) – ১০টি
৫. হেলপার (পরিবহন) – ২০০টি
৬. অপারেটর/জুনিয়র অপারেটর (পে-লোডার) – ৫টি
৭. অপারেটর/জুনিয়র অপারেটর (লো বোম্ব এক্সভেটর) – ২টি
৮. ডেন্টিং মেকানিক/জুনিয়র মেকানিক – ২টি
৯. মেকানিক/জুনিয়র মেকানিক (ইঞ্জিন) – ২টি
১০. অপারেটর/জুনিয়র অপারেটর (কনক্রিট ব্রেকার ম্যান) – ৫টি

  • ১ থেকে ৫ ক্রমিকের পদের সাক্ষাৎকারের স্থান ও তারিখ : বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ারটার্স-২ (প্লট-৫৬/এ, ব্লক-সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯)। তারিখ : ২৭/৬/২০২২ সকাল ১০টা থেকে বিকাল ৩টা।
  • ৬ থেকে ১০ ক্রমিকের পদের সাক্ষাৎকারের স্থান ও তারিখ : বসুন্ধরা রেডি মিক্স এন্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হাসনাবাদ, কেরানিগঞ্জ, ঢাকা। তারিখ : ২৯/৬/২০২২ সকাল ১০টা থেকে বিকাল ৩টা।

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত, ছবি, নাগরিকত্ব সনদ, কোভিড টিকা সনদ ও জাতীয় পরিচয়পত্র এবং প্রযোজ্যক্ষেত্রে হেভি/লাইট ড্রাইভিং লাইসেন্সের ফটোকপিসহ উপরোল্লিখিত স্থান, তারিখ ও সময় অনুযায়ী সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, ড্রাইভার পদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স/ডেলিভারি স্লিপ এর মূল কপি সঙ্গে আনতে হবে।

Rate this post