বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf | ১৮৩ পদে চাকরি

বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Ministry of textile and jute job circular 2023 / Directorate of textile job circular 2023) প্রকাশিত হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরে ৪ ক্যাটাগরির পদে মোট ১৮৩ জনকে চাকরি দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরুর তারিখ ১৪ মে ২০২৩। আবেদনের শেষ তারিখ ১৪ জুন ২০২৩

বস্ত্র অধিদপ্তর নিয়োগ ২০২৩

নিয়োগ প্রতিষ্ঠানবস্ত্র ও পাট মন্ত্রণালয়
চাকরির ধরনসরকারি চাকরি
সরকারি ওয়েবসাইটhttps://motj.gov.bd
প্রকাশের তারিখ৪ মে ২০২৩
মোট পদ১৮৩টি
যারা আবেদন করতে পারবেনপুরুষ ও মহিলা
শিক্ষাগত যোগ্যতাপদভেদে ভিন্ন
চাকরির আবেদন প্রক্রিয়াঅনলাইন
চাকরির আবেদন শুরুর তারিখ১৪ মে ২০২৩
চাকরির আবেদনের শেষ তারিখ১৪ জুন ২০২৩
বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 

পদের নাম, সংখ্যা, যোগ্যতা, বেতন ও গ্রেড

১। পদের নাম : টেইলার মাস্টার
পদ সংখ্যা : ৬টি
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেডঃ ১৩
যোগ্যতা : ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট টেক্সটাইল পাস।

২। পদের নাম : টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা : ৫৬টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট টেক্সটাইল পাস।

৩। পদের নাম : ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা : ২৬টি
বেতন : ৮৮০০-২২৩১০ টাকা
গ্রেড : ১৮
যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট টেক্সটাইল পাস।

৪। পদের নাম : অফিস সহায়ক
পদ সংখ্যা : ৯৫টি
বেতন : ৮২৫০-২০০১০ টাকা
গ্রেড : ২০
যোগ্যতা : মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।


প্রার্থীর বয়স

আবেদন প্রার্থীর বয়স ১৪ মে ২০২৩ ইং তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের তারিখ ও সময়সীমা

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৪ মে ২০২৩ সকাল ১০টা থেকে। আবেদনের শেষ তারিখ ও সময় ১৪ জুন ২০২৩ বিকাল ৪টা পর্যন্ত।

আবেদন ফি

আবেদন ফি বাবদ প্রার্থীকে ১-২ নম্বর ক্রমিকের পদের জন্য ২২৩ টাকা এবং ৩-৪ নম্বর পদের জন্য ১১২ টাকা (সার্ভিস চার্জসহ) টেলিটক প্রিপেইড সিম থেকে SMS-এর মাধ্যমে জমা করতে হবে।

অনলাইনে আবেদনের নিয়ম

প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর আবেদনের ওয়েবসাইটে (https://dotr.teletalk.com.bd) গিয়ে নির্ধারিত ফরম যথাযত ভাবে পূরন করে আবেদনপত্র সাবমিট করতে হবে।

আবেদন ফি এসএমএস এর মাধ্যমে জমার নিয়ম

http://dotr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে application form পূরণ করে সাবমিট বা জমা দেওয়ার পর pdf ফাইল download ও প্রিন্ট করতে হবে। এর পর ফি জমা দিতে হবে SMS এর মাধ্যমে। এসএমএস এর মাধ্যমে ফি জমার নিয়ম।

  • প্রথম SMS: DOTR <space> USER ID and send to 16222 নম্বরে। Example: DOTR M27313 and send to 16222

Reply: Applicant's Name, TK-223/112 will be charged as application feee. Your PIN is 12345678. To pay fee Type DOTR<space>Yes<space>PIN and send to 16222

  •  দ্বিতীয় SMS: DOTR<space> YES <space> PIN and send to 16222

Example: DOTR YES 12345678 and send to 16222

 Reply: Congratulations! Applicant's Name, Payment completed successfully for DOTR Application for (post name) User ID is (M27313) and password (xxxxxxx).

বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ / DOT job circular 2023 https://dotr.teletalk.com.bd
বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ / DOT job circular 2023

DOT job circular 2023 pdf download

  • Ministry of textile and jute job circular 2023 / Directorate of textile job circular 2023 pdf download link : https://dot.gov.bd/

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24
Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.