বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf – ওয়েম্যান পদ ১৩৮৫টি


এডু ডেইলি ২৪ প্রকাশ: ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ৩:৪৭ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১৩ অপরাহ্ন /
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf – ওয়েম্যান পদ ১৩৮৫টি

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। রাজস্ব খাতভুক্ত ওয়েম্যান (Wayman) পদে মোট ১৩৮৫ জন নিয়োগ দেবে Bangladesh railway। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পদে আবেদনের সুযোগ পাবেন। আবেদন করতে হবে অনলাইনে (http://br.teletalk.com.bd) ২৫ জানুয়ারি ২০২৩ সকাল ১০টা থেকে ২ মার্চ ২০২৩ বিকাল ৫টার মধ্যে।

আরো পড়ুন : রেলওয়ে টিকিট কালেক্টর পদের নতুন সার্কুলার ২০২৩

বিজ্ঞপ্তি প্রকাশের পর নতুন একটি সংশোধনী দিয়েছে রেলওয়েতে। সংশোধনী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। জেলাগুলো হলো-  পাবনা, লালমনিরহাট, কুষ্টিয়া ও গাইবান্ধা।

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২৩

চাকরিদাতা প্রতিষ্ঠানবাংলাদেশ রেলওয়ে
চাকরির ধরন :সরকারি চাকরি
পদের নাম :ওয়েম্যান (Wayman)
শূন্য পদ :১৩৮৫টি পদ
শিক্ষাগত যোগ্যতা :এসএসসি/সমমান
বয়স :১৮-৩০ বছর (সাধারণ প্রার্থী)
আবেদন শুরুর তারিখ২৫ জানুয়ারি ২০২৩
আবেদনের শেষ তারিখ২ মার্চ ২০২৩
আবেদনের লিংক : http://br.teletalk.com.bd
ওয়েবসাইট :http://railway.gov.bd
Bangladesh railway job circular 2022 – রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রার্থীর বয়স

  • বয়স : প্রার্থীর বয়স ২৫ জানুয়ারি ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর।
  • ** উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন

পাবনা, লালমনিরহাট, কুষ্টিয়া ও গাইবান্ধা জেলা ছাড়া অন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদনের নিয়ম

আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে http://br.teletalk.com.bd এই ঠিকানায় প্রবেশ করতে হবে।

আবেদন ফি

পরীক্ষা ফি ও সার্ভিস চার্জ বাবদ ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

২৫ জানুয়ারি ২০২৩ সকাল ১০টা থেকে ২ মার্চ ২০২৩ বিকাল ৫টার মধ্যে।

বেতন স্কেল

  • মাসিক বেতন স্কেল : ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

রেলওয়েতে ওয়েম্যান পদে চাকরির আবেদনের নিয়ম

বাংলাদেশ রেলওয়েতে ওয়েম্যান পদে চাকরির আবেদনের নিয়ম বা ধাপ :

  1. প্রথমে br.teletalk.com.bd এই লিঙ্ক ভিজিট করুন।
  2. “Wayman”-এ ক্লিক করুন।
  3. “Application Form”-এ ক্লিক করুন।
  4. “Wayman” নির্বাচন করে “Next”-এ ক্লিক করুন।
  5. “Yes” রেডিও বাটন চেক দিন যদি Alljobs এর প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন, যদি না হয়ে থাকেন “No” রেডিও বাটন চেক দিন। তারপর “Next” বাটনে প্রেস করুন।
  6. এবার পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। যথাযথ তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করুন। সবশেষে তথ্য যাচাই করে সাবমিট করুন।

  • অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দু’টি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০x৩০০ pixel এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০x৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB (Kilobytes) এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB।

আবেদন ফি কত?

ওয়েম্যান পদের আবেদন ফি ১১২ টাকা (চার্জ সহ)। অনলাইনে আবেদন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এই আবেদন ফি টেলিটক প্রিপেইড সিম থেকে এসএমএস-এর মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন ফি জমা দেওয়ার নিয়ম

অনলাইনে আবেদন ফরম সঠিক ভাবে পূরণ করে সাবমিট করলে প্রার্থী একটি Applicant’s Copy পাবেন। Applicant’s Copy তে থাকা User ID ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে।

নিচে উল্লেখ করা পদ্ধতিতে Teletalk Prepaid SIM থেকে ২ ধাপে SMS পাঠানোর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে :

  • প্রথম SMS: টাইপ করুন BR <স্পেস> User ID লিখে 16222 নম্বরে SMS পাঠান।
  • দ্বিতীয় SMS: পুনরায় টাইপ করুন BR <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে SMS পাঠান।

উল্লেখ্য, প্রথম SMS পাঠানো হলে একটি PIN নম্বর আপনাকে দেওয়া হবে। দ্বিতীয় SMS এ PIN নম্বরটি ব্যবহার করতে হবে। সিমে পর্যাপ্ত পরিমাণ টাকা রেখে উপরুক্ত নিয়ম SMS দু’টি পাঠালে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনাকে একটি কনফার্মেশন ম্যাসেজে আবেদন সম্পন্ন হওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হবে। সাথে একটি Password ও দেওয়া হবে।

সুযোগ-সুবিধা

বেতনের পাশাপাশি সরকারি বিধিমালা অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ভাতা, বোনাস বা অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

পদোন্নতি

ওয়েম্যান হয়ে  জয়েন করার পর প্রোমোশন হলে (কী-ম্যান) তার পর প্রোমোশন নিলে (মেট) হতে পারবেন।

রেলওয়ে প্রবেশপত্র ডাউনলোড

  • রেলওয়ে প্রবেশপত্র প্রকাশিত হলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ডাউনলোড করতে পারবেন এই http://br.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করে।
  • প্রবেশপত্র ডাউনলোডের জন্য যখন এভাইলেবল হবে, উক্ত লিঙ্কে প্রবেশ করে User ID এবং Password এন্টার করে ডাউনলোড করতে পারবেন।
  • তবে অযোগ্য বলে বিবেচিত প্রার্থীদের এডমিট কার্ড সংক্রান্ত কোন SMS দেওয়া হবে না।

বাংলাদেশ রেলওয়ে ওয়েম্যান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf

বাংলাদেশ রেলওয়ে ওয়েম্যান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf –১৩৮৫টি পদে চাকরি  Bangladesh railway wayman job circular 2023 pdf  http://br.teletalk.com.bd http://railway.gov.bd
Bangladesh railway wayman job circular 2023 (1)

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf – ওয়েম্যান পদ ১৩৮৫টি
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – Bangladesh railway wayman job circular 2023 (2)

railway page 3
Bangladesh railway wayman job circular 2023 (3)

Bangladesh railway wayman job circular 2023 pdf / বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২৩ সার্কুলার pdf

Bangladesh railway wayman job circular 2023 pdf download link : https://railway.gov.bd/sites/default/files/files/railway.portal.gov.bd/notices/ecd5567c_536e_4729_9409_0603a9e9a828/03%2017.01.23.pdf

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিধিমালা ২০২০ pdf

বাংলাদেশ রেলওয়ে ওয়েম্যান এর কাজ কি?

বিস্তারিত জানতে ক্লিক করুন >> Click

বাংলাদেশ রেলওয়ে ওয়েম্যান পদের যোগ্যতা কি?

রেলওয়েতে ওয়েম্যান পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

4.4/5 - (8 votes)