বিজয় দিবস উপলক্ষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২২
বিজয় দিবস উপলক্ষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২২ এর আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। কুইজ প্রতিযোগিতা হবে অনলাইনে আর চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে স্বশরীরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ক্যাম্পাসে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিযোগিতার দিন (১৯ ডিসেম্বর ২০২২) সকাল ৯.৩০টায় রেজিস্ট্রেশন করতে হবে।
- ১৬ ডিসেম্বর ২০২২ তারিখে বিজয় দিবস উপলক্ষে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের প্রদর্শনী গ্যালারিগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়াও শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ২০২২
কুইজ প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ১১টায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ওয়েবসাইটে (http://www.nmst.gov.bd) ও
ফেসবুক পেজে (https://www.facebook.com/nmstbdpg) কুইজের লিংক (google form) উন্মুক্ত করা হবে। কুইজ প্রতিযোগিতায় শুধু নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২২
১৯ ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ১১টায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ১ কপি পাসপোর্ট সাইজ ছবি ও ছবি আঁকার উপকরণসহ রেজিস্ট্রেশন করতে হবে সকাল ৯.৩০টার দিকে। ছবির বিষয় প্রতিযোগিতাস্থলে জানানো হবে।
- গ্রুপ ক বিভাগ (শিশু-তৃতীয় শ্রেণি)
- গ্রুপ খ বিভাগ (৪র্থ-৬ষ্ঠ শ্রেণি)
- গ্রুপ গ বিভাগ (৭ম-১০ম শ্রেণি)