বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষা স্থগিত


এডু ডেইলি ২৪ প্রকাশ: অক্টোবর ২২, ২০২২, ২:৩৮ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন /
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষা স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২১ অক্টোবর ২০২২ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ অক্টোবর ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য জুনিয়র টেইলর কাম আপহোলস্টার, প্রি-প্রেস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এমটি মেকানিক, জুনিয়র এয়ারকন মেকানিক, জুনিয়র ওয়েল্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল), জুনিয়র ইলেক্ট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) ও জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল) পদের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এই পদগুলোর লিখিত পরীক্ষার তারিখ / সময়সূচি পরবর্তী সময়ে প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ও বিমানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

যেসব পদের পরীক্ষা স্থগিত

  • জুনিয়র টেইলর কাম আপহোলস্টার
  • প্রি-প্রেস অ্যাসিস্ট্যান্ট
  • জুনিয়র এমটি মেকানিক
  • জুনিয়র এয়ারকন মেকানিক
  • জুনিয়র ওয়েল্ডার জিএসই
  • জুনিয়র পেইন্টার জিএসই
  • জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই
  • জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল)
  • জুনিয়র ইলেক্ট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল)
  • জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)
Rate this post