বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ : কোথায় কবে

২০২০-২০২১ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে। এই শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত বছর হওয়ার কথা থাকলেও করোনার কারণে এই সময়ে এসে ভর্তি পরীক্ষার ঘোষণা দেয়া হয়েছে।

চলতি বছর অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ই গুচ্ছ বা সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে।

কোন বিশ্ববিদ্যালয়ে কবে ভর্তি পরীক্ষা :

✓ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ২১, ২২, ২৭ ও ২৮ মে এবং ৫ জুন। ওয়েবসাইট : admission.eis.du.ac.bd
✓ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরীক্ষা হবে ১০ জুন।

✓ ৩টি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট, চুয়েট ও কুয়েট) পরীক্ষা হবে গুচ্ছ পদ্ধতিতে ১২ জুন ২০২১।
✓৭ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে গুচ্ছ ভিত্তিতে ২৯ মে ২০২১।

✓ ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ৩ দিনে। এর মধ্যে মানবিক বিভাগের জন্য ১৯ জুন ২০২১, বাণিজ্যের ২৬ জুন ২০২১ এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে ৩ অথবা ১০ জুলাই ২০২১।
এই ২০টি বিশ্ববিদ্যালয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ)। উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির ভিত্তিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) বিভাগের জন্য আলাদা তিনটি পরীক্ষা হবে। বিভাগ পরিবর্তনের জন্য আগের মতো আলাদা পরীক্ষা হবে না।