শিক্ষা বার্তা

বিশ্ববিদ্যালয় খুলবে ২৩ মে ২০২১

সরকারের পূর্ব ঘোষণার সঙ্গে মিল রেখে বিশ্ববিদ্যালয় খুলবে ২৩ মে ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল ১৭ মে ২০২১ খুলবে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস অব বাংলাদেশ (এইউবি)।

এইউবির সভাপতি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রফিকুল আলম বলেন, ‘সরকার যেহেতু আগের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো ঘোষণা দেয়নি, তাই আমরা নির্ধারিত সময়ে হল এবং ক্যাম্পাস খোলার প্রস্তুতি নিচ্ছি’।

৫ মে ২০২১ (বুধবার) এক ভার্চুয়াল বৈঠকের পর পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠনটি এ তথ্য জানায়।

এইউবির সভাপতি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক মো. রফিকুল আলম বৈঠকে সভাপতিত্ব করেন।

তিনি আরো বলেন, “সরকার যেহেতু পূর্বে দেয়া সিদ্ধান্ত পরিবর্তনের কোনো ঘোষণা দেয়নি, তাই আমরা নির্ধারিত সময়ে হল এবং ক্যাম্পাস খোলার প্রস্তুতি নিচ্ছি।”

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।