বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ১৫ জানুয়ারি ২০২৩ সকাল ১০.৩০টায়

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত হবে ১৫ জানুয়ারি ২০২৩ তারিখ সকাল ১০.৩০টায়। প্রথম পর্বের এই ইজতেমার মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। আখেরি মোনাজাতে অংশ নেবেন তাবলীগ জামাতসহ কয়েক লাখ মুসল্লি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

গত ১৩ জানুয়ারি ২০২২ (শুক্রবার) আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০২৩ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমার প্রথম পর্বে দেশ-বিদেশের লাখ লাখ মুসুল্লি অংশ নিয়েছেন। তাবলীগ জামাত আয়োজিত মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ সমাবেশ হচ্ছে বিশ্ব ইজতেমা। শীর্ষস্থানীয় মাওলানাদের বয়ান শুনতে তরুণ, যুবক, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মুসল্লিরা সমবেত হন টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে।

ইজতেমা শুরু হওয়ার কয়েকদিন আগে থেকেই দেশ-বিদেশ থেকে মুসুল্লিরা আসতে শুরু করেন। গত বৃহস্পতিবার মুসুল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইজতেমা ময়দান। পরদিন শুক্রবার জুম্মার নামাজে অংশ নেন তাবলীগ জামাত অনুসারীসহ কয়েক লাখ মুসুল্লি। এটি ছিল দেশের বৃহৎ জুম্মার নামাজ।

বিশ্ব ইজতেমার ২য় পর্ব

২০ জানুয়ারি ২০২২ (শুক্রবার) বাদ ফজর ফের আমি বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার ২য় পর্ব। এরপর ২২ জানুয়ারি ২০২৩ তারিখে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের (২০২৩) বিশ্ব ইজতেমা।

৫ মুসুল্লি নিহত

ইজতেমায় আসা মুসল্লিদের মধ্যে ১৪ জানুয়ারি তারিখ সকাল পর্যন্ত মোট ৫ জন মুসুল্লি নিহত হয়েছেন।

ইজতেমার মাঠ সংলগ্ন রাস্তা বন্ধ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ইজতেমা উপলক্ষে ১৪ জানুয়ারি দিবাগত রাত ১২টার পর থেকে টঙ্গীর ইজতেমা মাঠ সংলগ্ন রাস্তাগুলো আখেরি মোনাজাতের উদ্দেশ্যে বন্ধ থাকবে।

  • কামারপাড়া, টঙ্গী থেকে ভোগড়া বাইপাস, আশুলিয়া অর্থাৎ অব্দুল্লাহপুর ব্রিজ থেকে বাইপাইলের রোড বন্ধ থাকবে।

  • সেক্ষেত্রে ভোগড়া থেকে তিনশ’ ফিট পর্যন্ত বাইপাস হয়ে চলে যাবে ঢাকাগামী লোকজন।

  • যেসব মুসল্লি বা লোকজন ময়মনসিংহ বা গাজীপুর যাবেন, তারা বাইপাইল থেকে জয়দেবপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহের দিকে চলে যাবেন।