বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : ৬৬টি পদ
বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ১৭ ক্যাটাগরির পদে মোট ৬৬ জন নিয়োগ দেবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক)। আবেদনের শেষ সময় ৮ সেপ্টেম্বর ২০২২ বিকাল ৫টা।
- প্রতিষ্ঠান : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক)
- চাকরির ধরন : সরকারি
- পদের সংখ্যাঃ ৬৬টি
- যোগ্যতা : পদ ভেদে ৮ম থেকে মাস্টার্স
- আবেদনের তারিখ : ৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর ২০২২
- অফিসিয়াল সাইট : http://bscic.gov.bd
- আবেদনের লিংক : http://bscic.teletalk.com.bd
পদের নাম, পদ সংখ্যা, বেতন ও যোগ্যতা
১। পদের নাম : প্রোগ্রামার
- পদ সংখ্যা : ১টি
- বেতন : ৩৫৫০০-৬৭০১০ টাকা
- যোগ্যতা : স্নাতক/ সমমানের ডিগ্রি।
২। পদের নাম : সম্প্রসারন কর্মকর্তা
- পদ সংখ্যা : ১৫টি
- বেতন : ২২০০০-৫৩০৬০ টাকা
- যোগ্যতা : বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি/ মাস্টার্স ডিগ্রি।
৩। পদের নাম : প্রমোশন কর্মকর্তা
- পদ সংখ্যা : ৯টি
- বেতন : ২২০০০-৫৩০৬০ টাকা
- যোগ্যতা : বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি/মাস্টার্স ডিগ্রি।
৪। পদের নাম : বাজেট অফিসার
- পদ সংখ্যা : ১টি
- বেতন : ২২০০০-৫৩০৬০ টাকা
- যোগ্যতা : স্নাতকোত্তর ডিগ্রি।
৫। পদের নাম : নিরীক্ষা কর্মকর্তা
- পদ সংখ্যা : ১টি
- বেতন : ২২০০০-৫৩০৬০ টাকা
- যোগ্যতা : স্নাতকোত্তর ডিগ্রি।
৬। পদের নাম : ঊর্ধ্বতন নকশাবিদ
- পদ সংখ্যা : ২টি
- বেতন : ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)
- যোগ্যতা : ফাইন আর্টসে স্নাতক ডিগ্রি।
৭। পদের নাম : সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
- পদ সংখ্যা : ১টি
- বেতন : ২২০০০-৫৩০৬০ টাকা
- যোগ্যতা : ইঞ্জিনিয়ারিং ডিগ্রিসহ স্নাতক ডিগ্রি।
৮। পদের নাম : সহকারী প্রোগ্রামার
- পদ সংখ্যা : ১টি
- বেতন : ২২০০০-৫৩০৬০ টাকা
- যোগ্যতা : ইঞ্জিনিয়ারিং ডিগ্রিসহ স্নাতক ডিগ্রি।
৯। পদের নাম : কারিগরি কর্মকর্তা
- পদ সংখ্যা : ৪টি
- বেতন : ১৬০০০-৩৮৬৪০ টাকা
- যোগ্যতা : ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
১০। পদের নাম : নকশাবিদ
- পদ সংখ্যা : ২টি
- বেতন : ১২৫০০-৩০২৩০ টাকা
- যোগ্যতা : স্নাতক ডিগ্রি।
১১। পদের নাম : কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা : ৩টি
- বেতন : ১১০০০-২৬৫৯০ টাকা
- যোগ্যতা : স্নাতক ডিগ্রি।
১২। পদের নাম : ক্যাশিয়ার
- পদ সংখ্যা : ১টি
- বেতন : ১০২০০-২৪৬৮০ টাকা
- যোগ্যতা : স্নাতক ডিগ্রি।
১৩। পদের নাম : ড্রাফটসম্যান
- পদ সংখ্যা : ১টি
- বেতন : ১০২০০-২৪৬৮০ টাকা
- যোগ্যতা : ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
১৪। পদের নাম : করণিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদ সংখ্যা : ১৯টি
- বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা
- যোগ্যতা : মাধ্যমিক ডিগ্রি।
১৫। পদের নাম : প্রধান বাবুর্চি
- পদ সংখ্যা : ১টি
- বেতন : ৮৮০০-২১৩১০ টাকা
- যোগ্যতা : ৮ম শ্রেণি পাস।
১৬। পদের নাম : ফিল্ডস্টাফ
- পদ সংখ্যা : ১টি
- বেতন : ৮২৫০-২০০১০ টাকা
- যোগ্যতা : ৮ম শ্রেণি পাস।
১৭। পদের নাম : টেকনিক্যাল হেলপার
- পদ সংখ্যা : ৩টি
- বেতন : ৮২৫০-২০০১০ টাকা
- যোগ্যতা : ৮ম শ্রেণি পাস।
প্রার্থীর বয়স
আবেদনকারী প্রার্থীর বয়স ৮ আগস্ট ২০২২ তারিখে ১৮-৩০ এর মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযুদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর।
আবেদন ফি
১ নং পদের জন্য আবেদন ফি ১০০০ টাকা, ২-৯ নং পদের জন্য ফি ৭০০ টাকা, ১০-১৪ নং পদের জন্য ৫০০ টাকা এবং ১৫-১৭ নং পদের জন্য ৩০০ টাকা। আবেদন ফি জমা দিতে হবে টেলিটক নাম্বার থেকে এসএমএসের মাধ্যমে।
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন শুরু হবে ৮ আগস্ট ২০২২ তারিখ সকাল ১০.০০ টা হতে এবং আবেদন শেষ হবে ৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকাল ৫.০০ টায়।
অনলাইনে আবেদনের নিয়ম
আবেদন করতে হবে অনলাইনে । আবেদনের লিংকে (http://bscic.teletalk.com.bd) ক্লিক করে আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ করে সাবমিট করতে হবে।
বিসিক-এর আবেদনের ওয়েবসাইট : http://bscic.teletalk.com.bd
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
BSCIC job circular 2022 pdf download link : http://bscic.gov.bd/sites/default/files/files/bscic.portal.gov.bd/notices/73cff1c6_610f_47aa_8424_e9bfc8cb6c85/2022-08-02-11-11-3e87c9dd5775d81ee4398f5b43b70f86.pdf
Table of contents
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।