বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২


এডু ডেইলি ২৪ প্রকাশ: জুন ১৫, ২০২২, ৯:৪৪ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৮ অপরাহ্ন /
বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ৪ বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হবে ২২ জুন থেকে, চলবে ২ জুলাই ২০২২ পর্যন্ত।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২২ জুন ২০২২ থেকে শুরু হয়ে চলবে ২ জুলাই ২০২২ পর্যন্ত চলবে। এবারের ভর্তি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা।



এই ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুটেক্স কর্তৃপক্ষ। এবারের ভর্তি পরীক্ষা ২০২১ সালের অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত যে পাঠ্যসূচি (গণিত, পদার্থ ও রসায়ন) নির্ধারিত ছিল সে অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে ইংরেজির ক্ষেত্রে ‘ফাংশনাল ইংলিশ’ অনুসরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বুটেক্স ভর্তি ২০২২

২০২১-২০২২ শিক্ষাবর্ষে লাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তির তথ্য এক নজরে

আবেদনের মাধ্যমSMS
আবেদনের তারিখ২২ জুন সকাল ১০টা থেকে ২ জুলাই ২০২২ রাত ১১.৫৯টা
আবেদন ফি : ১,০০০ টাকা
প্রবেশপত্র ডাউনলোড :৫-১৫ জুলাই ২০২২
ভর্তি পরীক্ষার তারিখ : ১২ আগস্ট ২০২২ সকাল ৯.৩০টা থেকে ১১.৩০টা
ভর্তি পরীক্ষার ফলাফল :৩১ আগস্ট ২০২২
সার্কুলার ও বিস্তারিত তথ্য :www.butex.edu.bd

আবেদনের নূন্যতম যোগ্যতা

  • ১. আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৫.০০ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল/সমমানের পরীক্ষায় পাশ অথবা বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে।
  • ২. ২০২১ সালে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এইচ. এস. সি কিংবা উহার সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৫.০০ সহ গনিত, পদার্থ, রসায়ন ও ইংরেজী বিষয়ে আলাদা ভাবে নূন্যতম জিপিএ ৫.০০ সহ কমপক্ষে মোট ২০.০০ গ্রেড পয়েন্ট পেতে হবে।

ভর্তি পরীক্ষা

সম্পূর্ণ লিখিতভাবে মোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা (লিখিত) অনুষ্ঠিত হবে । এর মধ্যে গণিতে ৬০, পদার্থে ৬০, রসায়নে ৬০ এবং ইংরেজিতে ২০ নম্বর করে থাকছে।

এসএমএসের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া

ভর্তি পরীক্ষার আবেদনের জন্য একটি টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে ম্যাসেজ অপশনে গিয়ে BUT<স্পেস> HSC শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> HSC পরীক্ষার রোল নম্বর <স্পেস> HSC পাসের সাল <স্পেস> SSC শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> SSC পরীক্ষার রোল নম্বর <স্পেস> SSC পাশের সাল লিখে 16222 নম্বরে SMS করতে হবে।

উদাহরণ : BUT DHA 123456 2018 DHA 654321 2016 দিতে হবে।

উপরের SMS টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন 16222 নম্বরে আবেদনকারীকে আরেকটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানাননার জন্য প্রথমে। BUT <স্পেস>YES<স্পেস>PIN নম্বর<স্পেস>আবেদনকারীর মােবাইল নম্বর লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। এখানে মোবাইল নম্বরের জায়গায় আবেদনকারীর সাথে যোগাযোগের জন্য নিজে ব্যবহার করতে পারে এমন যে কোনাে অপারেটরের একটি মােবাইল নম্বর লিখতে হবে।

উদাহরণ : BUT YES 87654321 01XXXXXXXXX

বুটেক্স-এ আসন সংখ্যা ২০২২

ইউনিট আসন সংখ্যা
ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ৮০ টি
ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ৮০ টি
ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং৮০ টি
ডাইস এন্ড কেমিকাল ইঞ্জিনিয়ারিং ৪০ টি
এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ৪০ টি
অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং৮০ টি
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট৮০ টি
টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন৪০ টি
ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং৪০ টি
টেক্সটাইল মেশিনারি ডিজাইন এন্ড মেইনটেনেন্স৪০ টি
মোট আসন সংখ্যা৬০০ টি

বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ – BUTEX Admission Circular 2022

butex admission circular 2022
Bangladesh University of Textile Admission Circular 2022

Rate this post