নভেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের রাষ্ট্রপতি সি চিনপিংয়ের স্ত্রী ফেং লিইয়ুয়ান এবং স্পেনের রানি লেতিসিয়া বুধবার বেইজিংয়ে একটি প্রতিবন্ধী সেবা প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেছেন। স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে বর্তমানে রাষ্ট্রীয় সফরে চীন অবস্থান করছেন।
পরিদর্শনকালে ফেং ও লেতিসিয়া প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা কার্যক্রম সম্পর্কে জানেন এবং বেইজিং ২০২২ শীতকালীন প্যারালিম্পিক গেমস নিয়ে আয়োজিত বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেন।
তারা প্রতিবন্ধীদের জন্য তৈরি বিভিন্ন উচ্চপ্রযুক্তি সরঞ্জাম, অ-লাভজনক পাঠ কার্যক্রম এবং প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় অংশগ্রহণ সম্পর্কেও খোঁজ নেন।
ফেং লিইয়ুয়ান ও রানি লেতিসিয়া কেন্দ্রের বেকিং, হস্তশিল্প ও চিত্রাঙ্কন কাজে নিয়োজিত প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং শিশুদের পুনর্বাসন কার্যক্রমও পরিদর্শন করেন। সেখানে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরা অতিথিদের জন্য চীনা গান “সঙস অ্যান্ড স্মাইলস” পরিবেশন করে।
পেং লিইয়ুয়ান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সমাজের সবার মিলিত প্রচেষ্টা দরকার, যাতে তারা সমাজের মূলধারায় আরও ভালোভাবে যুক্ত হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, চীন ও স্পেন একসঙ্গে কাজ করে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বপ্ন পূরণে আরও এগিয়ে যাবে।
রানি লেতিসিয়া চীনে প্রতিবন্ধী কল্যাণের অগ্রগতি ও প্রতিবন্ধী নারীদের কর্মসংস্থান বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং এ ক্ষেত্রে চীনের সাফল্যের প্রশংসা করেন।
জেনিফার/ আজাদ
তথ্য ও ছবি: সিসিটিভি
Peng Liyuan, wife of Chinese President Xi Jinping, and Spain's Queen Letizia, who is accompanying King Felipe VI on his state visit to China, together visited the Beijing Demonstration Center of Service for Persons with Disabilities on Wednesday.
At the service center, Peng and Letizia listened to the introduction about the disability service projects and visited a themed exhibition on the Beijing 2022 Paralympic Winter Games.
They then came to the exhibition hall of high-tech disability support products and the non-profit reading area, where they learned about the application of disability assistance products, reading activities for children with disabilities, and the deployment of barrier-free facilities in the country.
Peng and Letizia had a cordial exchange with persons with disabilities who were engaged in baking skills training, handicraft making and painting at the center.
They also visited children with disabilities who were undergoing rehabilitation training. In a warm and cordial atmosphere, the children with visual disabilities at the center sang a Chinese song, "Songs and Smiles", for the visiting guests.
Peng said that the cause of persons with disabilities requires joint efforts and support from all parties to help them better integrate into society.
She expressed the hope that China and Spain will enhance exchanges and cooperation to help realize the dreams for persons with disabilities.
Letizia inquired in detail about the development of China's cause for persons with disabilities, particularly the employment situation of women with disabilities, and spoke highly of the achievements China has made in this regard.
বেইজিংয়ে ফেং লিইয়ুয়ান ও রানি লেতিসিয়ার প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শন
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.