মাদরাসা খোলার গাইডলাইন প্রকাশ
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনস্থ মাদরাসা খোলার গাইডলাইন প্রকাশ হয়েছে। এসব মাদরাসা পুনরায় খোলার প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। ৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখের মধ্যে স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় দিক-নির্দেশনামূলক একটি গাইডলাইন দেয়া হয়েছে প্রতিটি মাদরাসা কর্তৃপক্ষের উদ্দেশ্যে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা সব দাখিল, আলিম, ফাযিল, কামিল ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় পাঠানো হয়েছে।
এদিকে দেশের সব স্কুল-কলেজ খুলে দেয়ার উদ্দেশ্যে প্রাক-পদক্ষেপ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও ক্লাস ব্যবস্থাপনা-পদ্ধতির গাইডলাইন দেয়া হয়েছে। সেসব গাইডলাইন স্কুল-কলেজগুলোতে পাঠানো হচ্ছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, ৫ ফুটের কম দৈর্ঘ্যের প্রতি বেঞ্চে ১ জন করে শিক্ষার্থী বসার ব্যবস্থা করতে হবে। আর ৫ ফুটের বেশি দৈর্ঘ্যের বেঞ্চে ২ জন শিক্ষার্থী বসবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষার্থীদের জন্য আনন্দঘন ও নিরাপদ শিখন কার্যক্রম পরিচালনা করার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়।