মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি কার্যক্রম শুরু

Rate this post

২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ৮ মে ২০২২ থেকে, চলবে ১৮ মে ২০২২ তারিখ পর্যন্ত। বেসরকারি মেডিকেল কলেজে ১৪ জুলাই ২০২২ তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। এ ছাড়া ক্লাস শুরু হবে ১ আগস্ট ২০২২ তারিখ থেকে

জানা গেছে, দেশে সরকারি মেডিকেল কলেজ আছে মোট ৩৭টি। মোট আসন সংখ্যা ৪,৩৫০টি। এর মধ্যে মেধা কোটায় তিন হাজার ৮৪ জন, জেলা কোটায় ৮৪৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন, উপজাতি কোটায় ৩৩ জন ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, ৫ এপ্রিল দুপুরে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন ৭৯,৩৩৭ জন। পাসের হার ছিল ৫৫.১৩ শতাংশ। এর মধ্যে পাস করা ছেলের সংখ্যা ৩৪,৮৩৩ জন (৪৩.৯১%) এবং মেয়ের সংখ্যা ৪৪,৫০৪ জন (৫৬.০৯%)। সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ১,৮৮৫ জন (৪৪.৫৬%), মেয়ে ২,৩৪৫ জন (৫৫.৪৪%)।

এর আগে গত ১ এপ্রিল সকালে সারাদেশে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৩৯ হাজার ৭ ভর্তিচ্ছু শিক্ষার্থী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) উপসচিব মো. আবদুল কাদের স্বাক্ষরিত আলাদা দুটি বিজ্ঞপ্তিতে গত এপ্রিলে ভর্তির তারিখ চূড়ান্ত করা হয়েছিল। এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে দেশি শিক্ষার্থী ভর্তির সময়াবদ্ধ কর্মপরিকল্পনা নির্দেশক্রমে নিম্নরূপভাবে অনুমোদন করা হলো।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা), সচিবের একান্ত সচিব, অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, যুগ্ম সচিবসহ (চিকিৎসা শিক্ষা) সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।

এদিকে, বেসরকারি মেডিকেলের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৬ জুন ২০২২। আবেদন বিতরণ শুরু হবে ২১ জুন ২০২২। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ জুলাই। ক্লাস শুরু হবে ১ আগস্ট ২০২২।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *