পানির দামে ২ মডেলের স্মার্টফোন আনার মাধ্যমে দেশের বাজারে অফিসিয়ালি যাত্রা শুরু করলো রিয়েলমি। রিয়েলমি সি২ও রিয়েলমি ৫আই – এই দুই মডেলের স্মার্টফোন পাওয়া যাবে যথাক্রমে পানির দামে ৮,৯৯০ ও
১২,৯৯০ টাকা। তবে ১৮ মার্চ ২০২০ অনলাইন শপ দারাজে রিয়েলমি সি২ পাওয়া যাবে ১,০০০ টাকা কমে, অর্থাৎ ৭,৯৯০ টাকায়।
চীনা জনপ্রিয় ব্র্যান্ড ‘রিয়েলমি ৫আই’ মডেলটিতে রয়েছে ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে। ১১ ন্যানোমিটার প্রযুক্তির স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট। পিছনে চারটি ক্যামেরা। চার জিবি র্যাম এবং ৬৪ জিবি রম। সঙ্গে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দাম ১২,৯৯০ টাকা।
‘রিয়েলমি সি২’ মডেলটিতে রয়েছে ৬.১ ইঞ্চি ডিসপ্লে। হেলিও পি২২ প্রসেসর। পিছনে ডুয়েল ক্যামেরা। দুই জিবি র্যাম এবং ৩২ জিবি রম, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দাম ৮,৯৯০ টাকা।
রিয়েলমি সি২ স্মার্টফোনটির যে ধরনের কনফিগারেশন বা সুযোগ-সুবিধা, একই মানের অন্য ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে গেলে অন্তত ১২,০০০ টাকা গুনতে হবে। সে হিসেবে, রিয়েলমির স্মার্টফোনের তুলনায় এই দাম পানির দামের মতোই- বলা যায়। রিয়েলমি ৫আই মডেলের দামও তুলনামূলক অনেক কম ধরা হয়েছে।
