রেলওয়ে গেইটম্যান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – পদ ৬৮৪টি
বাংলাদেশ রেলওয়ে গেইটম্যান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে। ২৫ মে ২০২২ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, গেইটম্যান (ট্রাফিক) পদে মোট ৬৮৪ জন নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হলে পুরুষ/নারী প্রার্থীরা আবেদন করা যাবে।
বয়স
১ জুন ২০২২ তারিখের হিসেবে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
জেলা
পাবনা ও লালমনিরহাট ছাড়া অন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী ও রেলওয়ে পোষ্য কোটার সব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
- আবেদনের সময়সীমা : ৬ জুন সকাল ১০টা থেকে ১৮ জুলাই ২০২২ বিকাল ৫টা।
- আবেদনের লিংক : http://br.teletalk.com.bd/
Bangladesh railway gateman (traffic) job circular 2022 pdf download link : https://railway.gov.bd/sites/default/files/files/railway.portal.gov.bd/notices/a475c763_9879_4cec_9195_7ebbe2a8f518/56.pdf