চীনের শানতোং প্রদেশে ২ হাজার বর্গমিটারেরও বেশি এলাকাজুড়ে চাওইয়ুয়ান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার ১ নম্বর ইউনিটে কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে এ কাজ শুরু হয়। চাওইয়ুয়ান প্রকল্পটি চীনের তৃতীয় প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি হুয়ালং ওয়ান-এর ওপর ভিত্তি করে নির্মিত প্রথম পারমাণবিক কেন্দ্র, যেখানে প্রথমবারের মতো কুলিং টাওয়ার ব্যবহৃত হবে।
প্রকল্প প্রধান ওয়েই চিনসুয়ো জানান, মোট ৮,৮২৩ ঘনমিটার কংক্রিট ঢালাই করতে প্রায় ৫৫ ঘণ্টা লেগেছে। একই পানি পুনরায় শীতল করে ব্যবহার করায় এই প্রকল্পে ব্যবহৃত উচ্চস্তরের ওয়াটার কালেকশন কুলিং টাওয়ার প্রচলিত ওপেন-লুপ সিস্টেমের চেয়ে পানির ব্যবহার কমাবে। পুরো প্রকল্পে থাকছে ছয়টি হুয়ালং ওয়ান রিঅ্যাক্টর। এগুলোর সম্মিলিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হবে ৭২ লাখ কিলোওয়াট, যা প্রায় ৫০ লাখ মানুষের বার্ষিক বিদ্যুৎ চাহিদা পূরণ করবে। প্রকল্প পরিচালক ইউ সিয়াংতোং জানিয়েছেন, ছয়টি রিঅ্যাক্টর চালু হলে বছরে ৫০০ কোটি কিলোওয়াট-ঘণ্টা পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করবে, যা বছরে প্রায় ১ কোটি ৫২ লাখ ৭০ হাজার টন কয়লা সাশ্রয় করবে। বছরে কমবে ৪ কোটি ৬২ লাখ টন কার্বন নিঃসরণ, যা ১ লাখ ১০ হাজার হেক্টর বনায়নের সমান।
ঐশী/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি