১৩তম গ্রেডে সহকারী শিক্ষকের বেতনভাতা ফিক্সেশন শিগগিরই


এডু ডেইলি ২৪ প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২০, ১০:২৬ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১৩ অপরাহ্ন /
১৩তম গ্রেডে সহকারী শিক্ষকের বেতনভাতা ফিক্সেশন শিগগিরই

১৩তম গ্রেডে সহকারী শিক্ষকের বেতনভাতা ফিক্সেশন (নির্ধারণ) শিগগিরই হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ (২১ সেপ্টেম্বর ২০২০, সোমবার) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড-১৩তম ধাপে উন্নীত করে উচ্চধাপে নির্ধারণ করা হয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারিত সফটওয়্যার ‘আইবাস++’ এর মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। প্রাথমিক শিক্ষকদের উচ্চধাপে বেতন নির্ধারণের লক্ষ্যে ‘আইবাস++’ সফটওয়্যার আপগ্রেডের কাজ চলমান রয়েছে, যা শিগগিরই সম্পন্ন হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, মাঠ পর্যায়ে ‘আইবাস++’ সফটওয়্যারে বেতন নির্ধারণে সাময়িক অসুবিধার বিষয়টি দৃষ্টি গোচর হয়েছে। আশা করা যাচ্ছে অতিদ্রুত ‘আইবাস++’ আপগ্রেডেশন সম্পন্ন হবে এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উচ্চধাপে বেতন নির্ধারণ করা যাবে।

Rate this post