শিক্ষক নিয়োগের ই-রিকুইজিশন ১৪-২৩ জানুয়ারি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য তথ্য সংগ্রহ বা ই-রিকুইজিশন প্রক্রিয়া ১৪ জানুয়ারি থেকে শুরু হবে, চলবে ২৩ জানুয়ারি ২০২০ পর্যন্ত। এ সংক্রান্ত চিঠি ও আদেশ ইতোমধ্যে জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এনটিআরসিএর ওয়েবসাইটে (http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd) প্রবেশ করে শূন্যপদের চাহিদা জমা দিতে হবে। এরপর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তারা লগইন করে তথ্য যাচাই করে প্রত্যয়ন দেবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের প্রত্যয়ন না বা স্বাক্ষর ছাড়া শূন্যপদের তথ্য বা চাহিদা গ্রহণ করবে না এনটিআরসিএ।