প্রাথমিক শিক্ষক নিয়োগ আবেদন সংশোধন করা যাবে
প্রাথমিক শিক্ষক নিয়োগ আবেদন সংশোধন করা যাবে। আজ (২৮ নভেম্বর ২০২০, শনিবার) থেকে শুরু হলো অনলাইন আবেদনের ভুল সংশোধনের সুযোগ।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের আবেদনপ্রক্রিয়া শেষ হয়েছে ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে, যা শুরু হয়েছিল ২৫ অক্টোবর থেকে অনলাইনে।
অনলাইনে আবেদন করার সময় যারা ভুল করেছেন, তারা এখন সংশোধন করতে পারবেন।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্র জানায়, আবেদন ফি পরিশোধ করা প্রার্থীর ২৮ নভেম্বর ২০২০ থেকে তাদের ভুল সংশোধন করতে পারবেন। এই সুযোগ চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। এবার আবেদন করেছেন প্রায় ১৩ লাখ চাকরিপ্রত্যাশী।