শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন


এডু ডেইলি ২৪ প্রকাশ: জুলাই ১৩, ২০২০, ১১:২৯ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৫ অপরাহ্ন /
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন

খুলনায় হচ্ছে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়া অনুমোদন করা হয়েছে।

রবিবার (১২ জুলাই ২০২০) প্রথমবারের মতো মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সব বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পদক্ষেপের অংশ হিসেবে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, খুলনা ২০২০’–এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে খুলনায়। এর মাধ্যমে খুলনা বিভাগে উন্নত চিকিৎসা সেবা সম্প্রসারিত হবে। রাজশাহী, চট্টগ্রাম এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রণীত আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই আইনের খসড়া প্রণীত হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব এ ব্যাপারে জানান, চিকিৎসা শিক্ষায় উচ্চশিক্ষিত বিশেষজ্ঞ ও গবেষক তৈরি করার লক্ষ্যে স্নাতকোত্তর পর্যায়ের চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান সংরক্ষণ ও উন্নয়নই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূখ্য উদ্দেশ্য।

Rate this post