সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ pdf : ৩০৮ পদে চাকরি

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ২ ক্যাটাগরির পদে ৩০৮ জনকে চাকরি দেবে সমাজসেবা অধিদপ্তর (Directorate of social welfare)। সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ দেয়া হবে শিশু সুরক্ষা সমাজকর্মী পদে, ২৮৭ জন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় এর অধীন সমাজসেবা অধিদপ্তর এর মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত সিএসপিবি প্রকল্প ফেইজ-২ (মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত) এর জন্য অস্থায়ী ভিত্তিতে এসব জনবল নিয়োগ দেয়া হবে।

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২২

নিয়োগ প্রতিষ্ঠান : সমাজসেবা অধিদপ্তর (Directorate of social welfare)
প্রকল্প :সিএসপিবি প্রকল্প ফেইজ-২
চাকরির ধরন ও মেয়াদ :অস্থায়ী, প্রকল্পের মেয়াদ ডিসেম্বর-২০২৪ পর্যন্ত
আবেদন শুরুর তারিখ :২ অক্টোবর ২০২২ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ২৩ অক্টোবর ২০২২ বিকাল ৫টা
অফিসিয়াল ওয়েবসাইট :http://www.dss.gov.bd
আবেদনের ওয়েবসাইট :http://cspb.teletalk.com.bd

পদের নাম, সংখ্যা, বেতন ও যোগ্যতা

১. পদের নাম : সাইকো-সোস্যাল কাউন্সেলর
পদের সংখ্যা : ২১টি
বেতন : ৩৫,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :

  • ক. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি/ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি। এ ক্ষেত্রে সাইকোসোস্যাল কাউন্সেলিং / শিশুসুরক্ষা বিষয়ক কাজে অন্যুন ৩ বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে।
  • খ. বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ, উপস্থাপনা ও প্রতিবেদন লেখায় দক্ষতা থাকতে হবে।
  • গ. MS Office ও Internet browsing জ্ঞান থাকতে হবে।

২. পদের নাম : শিশু সুরক্ষা সমাজকর্মী
পদের সংখ্যা : ২৮৭টি
বেতন : ২৫,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :

  • ক. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। তবে সমাজকর্ম/সমাজবিজ্ঞান/সমাজকল্যাণ এবং সমাজবিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
  • খ. শিশু অধিকার সনদ, শিশু আইন ও কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  • গ. বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ, উপস্থাপনা ও প্রতিবেদন লেখায় দক্ষতা থাকতে হবে।
  • ঘ. MS Office ও Internet browsing জ্ঞান থাকতে হবে।

প্রার্থীর বয়স

প্রার্থীর বয়স ৩০-৯-২০২২ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর (এসএসসি সনদ অনুযায়ী)।

আবেদনের তারিখ ও আবেদনের নিয়ম

অনলাইনে http://cspb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে ২ অক্টোবর সকাল ১০টা থেকে ২৩ অক্টোবর ২০২২ বিকাল ৫টার মধ্যে।

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – DSS job circular 2022

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - DSS job circular 2022
সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিধিমালা (গেজেট)

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিধিমালা (গেজেট) pdf download link : http://www.dss.gov.bd/sites/default/files/files/dss.portal.gov.bd/legislative_information/75ab276d_92d9_42c4_a9ae_85d709a0d8a4/Recruitment%20Rules_2013.pdf

সিএসপিবি প্রকল্প ফেইজ-২ এর চাকরির ধরন কী?

সেপ্টেম্বরে (২০২২) প্রকাশিত সিএসপিবি প্রকল্প ফেইজ-২ এর চাকরি অস্থায়ী। এই প্রকল্পের চাকরির মেয়াদ ডিসেম্বর-২০২৪ পর্যন্ত।