বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার বিগত সালের প্রশ্ন ও সমাধান (উত্তর) এখানে দেয়া হয়েছে। উল্লেখ্য, ৬ আগস্ট ২০২২ তারিখে ৫৮৬টি পদে সহকারী স্টেশন মাস্টার পদের লিখিত পরীক্ষা (এমসিকিউ পদ্ধতি) অনুষ্ঠিত হবে।
১. মিশ্র বাক্যটিকে সরল বাক্যে রুপান্তর করুন ‘যে সকল পশু মাংস ভোজন করে তারা অত্যন্ত বলবান।’
উ. মাংসাশী পশু অত্যন্ত বলবান।
২. ‘আকস্মিক’ এর বিপরীত শব্দ কি?
উ. চিরন্তন/স্থায়ী।
৩. ‘রক্ষা’ শব্দের সংযুক্ত বর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
উ. ক+ষ।
৪. কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনও ‘ণ’ হয় না?
উ. ‘ত’ বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনও ‘ণ’ হয় না।
৫. যে সকল পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ রয়েছে স্ত্রীবাচকতা বোঝাতে সে সব শব্দে কি ব্যবহৃত হয়।
যে সকল পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ রয়েছে স্ত্রীবাচকতা বোঝাতে সে সব শব্দে ‘ত্রী’ ব্যবহৃত হয়।
৬. ‘আমি আজ জ্বর জ্বর বোধ করছি’- এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে? উ. দ্বিরুক্ত শব্দ দ্বারা বিশেষ্য পদের বিশেষণরূপ ‘সামান্য’ বোঝাতে ব্যবহৃত হয়েছে।
৭. ‘খাসখবর’ শব্দটিতে কি অর্থে ‘খাস’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে?
উ. ‘খাস’ আরবি উপসর্গটি ‘বিশেষ’ অর্থে ব্যবহৃত হয়েছে।
৮. ‘আপন ভালো পাগলও বোঝে’- এখানে ‘ভালো’ কোন পদ?
উ. বিশেষ্য পদ।
৯. ‘শনশন বায়ু বয়’- বাক্যটিতে ‘শনশন’ শব্দটি কোন জাতীয় অব্যয়?
অনুকার/ধ্বন্যাত্নক অব্যয়।
১০. ‘সাতাশ হত যদি একশো সাতাশ’- এখানে ‘হত’ কোন কালের ক্রিয়া?
উ. নিত্যবৃত্ত অতীত কাল।
১২. Write the opposite gender of the following-
Drake- Duck
Bee-Drone
১৩. Write the Adjective and Adverb of Noun Obligation-
Adjective-obligated or obliged
Adverb- obligatorily
১৪. Write the synonym of the word Instigate- initiate
১৫. The boy reads a book. What kind of verb of reads in the sentence. – Transitive verb
১৬. What is the antonym of satiety – Hunger
১৭. What is the meaning of soft soap- use flattery in order to persuade (তোষামুদে)
১৮. The news will shock you. Make it passive. You will be shocked by the news.
১৯. Make it positive: Zakir is the most brilliant of all student in the class.- No other student is so brilliant as Zakir in the class. Or, (Very few students in the class are as brilliant as Zakir)
২০. Make the sentence simple: He is poor but he is honest.- In spite of his poverty he is honest.
২১. Every mother loves her child change into negative- There is no mother but loves her child
২২. Fill in the blank: I do not feel ——Rahman. – For
২৩. Correct the sentence: All of the men I have ever met, he is the rudest.-To all of the men I have ever met, he is the rudest.
২৪. Make the sentence indirect: He said to them, ” Friends, help me.- He requested to them help him.
২৫. Translate into English: ঠিক মধ্যরাতে দরজায় মৃদু টোকা পড়ল।
৪১. পাখি পালন বিদ্যাকে ইংরেজিতে কি বলে- এভিকালচার
৪২. মাশরুমে কোন বিষাক্ত উপাদান থাকলে তা খাওয়া যায়না- মাসকারিন
৪৩. সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি- ফ্যাদোমিটার
৪৪. সূর্য থেকে তাপশক্তির সাথে সরাসরি আর যে শক্তিটি আসে তার নাম কি?- আলোক শক্তি
৪৫. পরমাণুর নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে- ফিশন
৪৬. ড্রাই আইস তৈরিতে ব্যবহৃত হয়- কার্বন ডাই অক্সাইড
৪৭. সিমেন্ট তৈরির অন্যতম উপাদান কি- জিপসাম
৪৮. সমুদ্র পৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুর চাপ কত – ১০ নিউটন
৪৯. আদ্রতা ৯০% বলতে কি বুঝায়?- বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
৫০. অম্ল যুক্ত মাটি চাষাবাদের উপযুক্ত করতে কোন উপাদান প্রয়োগ করা হয়- জৈব ও রাসায়নিক সারের সমন্বয়ে সুষম মাত্রায় সার প্রয়োগ করা উচিত
৫১. ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ প্রথম কোথায় স্থাপিত হয়?-চট্টগ্রামের কালুরঘাটে
৫২. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত উক্তিটি কার- প্রমথ চেীধুরীর
৫৩. মধ্যরাতের অশ্বারোহী বলা হতো কাকে?- ফয়েজ আহমদকে
৫৪. উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাংক কমে যাওয়ার কারণ- কারণ ঐ উচ্চতায় বায়ুর চাপ কম
৫৫. জীবাশ্ম সর্বপ্রথম আবিষ্কার করেন কে?- জেনোফেন
৫৬. সমুদ্রস্রোতের অন্যতম কারণ কী- বায়ু প্রবাহ
৫৭. ভূমধ্যসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?- জিব্রাল্টার প্রণালী
৫৮. ‘পঞ্চম ড্রাগনের’ দেশ বলা হয় কোন দেশকে? -তাইওয়ান
৫৯. নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়- মাওরি
৬০. ১৯৯৯ সালের ১লা ফেব্রুয়ারি সোমবার হলে ১৯৯৮ সালের ১লা ফেব্রুয়ারি কি বার ছিল?-রবিবার
১. রেল ইঞ্জিন আবিষ্কারকের নাম কী?
@ বিজ্ঞানী জর্জ স্টিফেন্স*
২. Cosmology কোন বিষয় সম্পর্কিত বিদ্যা?
@ জ্যোতির্বিদ্যা
৩. কৃত্রিম উপগ্রহে কোন শক্তি ব্যবহৃত হয়?
@সোলার/সৌরশক্তি
৪. ইউরিয়া সারের প্রধান কাচামাল কী?
@ মিথেন গ্যাস
৫. আলোর গতিতে চাঁদে যেতে কত সময় লাগে?
@ ১ সেকেন্ড প্রায়
৬. ন্যানো প্রযুক্তি বলতে কী বুঝায়?
@ স্বল্প খরচে সর্বাধুনিক প্রযুক্তি
৭. কম্পিউটার ভাইরাস-এর পূর্ণ রূপ কী?
@ VIRUS-Vital Information Resources Under seize
৮. সুস্থ শরীরে রক্তের চাপ কত থাকে?
@ ৮০-১২০
৯. সোনায় মরিচা পড়ে না কেন?
@ সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু
১০. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
@ ৭৬ সেঃ মিঃ
১১. বিশ্ব কোষের ইংরেজি প্রতিশব্দ কী?
@Encyclopedia
১২. Change the narration: The father said to his son, “there are 31 days in the month of January.”
@Father told his son that there are 31 days in the month of January.
১৩. Fill in the blank: Mr. Karim is junior_______Mr. Rahim in rank.
@ to
১৪. ইংরেজিতে অনুবাদ করুন- সে এসেছিলো বন্ধুর বেশে।
@ He came as a friend
১৫. Paradise lost –এর লেখক কে?
@John Milton
১৬. ম্যাকবেথ কী ধরনের রচনা?
@ নাটক
১৭. Rearrange the words into a meaningful sentence:
Died, Doctor, the, had, before, the, came, patient.
@ The patient had died before the doctor came
১৮. Translate into Bangali- He left no stone unturned.
@সে চেষ্টার ত্রূটি করেনি
১৯. Absolute শব্দের বিপরীত শব্দ কী?
@ Limited
২০. What is the singular number of Addenda?
@ addendum
২১. A villain alone can do it- এর Negative Sentence লিখুন-
@ None but a villain can do it
২২. Change into passive voice-Do the work without delay.
@ Let the work be done without delay
২৩. Preposition ‘for’ যোগে একটি বাক্য রচনা করুন।
@ The boy cries for biscuits.
২৪. Make a sentence with – Give away.
@ give away the books.
২৫. ‘Yellow dog’-এর অর্থ কী?
@ ব্যয়সাধ্য
২৬. বুশম্যান উপজাতি কোন দেশের বাসিন্দা?
@ বতসোয়ানায়
২৭. ককেশাস পর্বতমালা কোথায় অবস্থিত?
@ তুরস্কের উত্তরাংশে, জর্জিয়া
২৮. অ্যামবাসাডর ও হাই কমিশনার এর পার্থক্য কী?
@ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত দেশ সমুহের অ্যামবাসাডরদেরকে হাই কমিশনার বলে
২৯. বিশ্বের গভীরতম হ্রদ কোনটি?
@ বৈকাল হ্রদ, রাশিয়ার সাইবেরিয়া
৩০. বাংলাদেশ ভূখণ্ডে কোথায় সর্বপ্রথম রেলপথ স্থাপিত হয়?
@ পাবনার ঈশ্বরদীতে
৩১. একজন মহিলা মুক্তিযোদ্ধার নাম লিখুন যিনি শিক্ষিতা এবং খেতাব পেয়েছিলেন।
@ডা. সেতারা বেগম
৩২. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
@ এরিস্টটল
৩৩. রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে?
@ প্লেটো
৩৪. মুক্তিযুদ্ধের সময় নৌসেনারা কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেছে? এই সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
@১০ নং সেক্টর, নিয়মিত কোন কমান্ডার ছিল না
৩৫. নেকড়ে অরণ্য কোন পটভূমিতে লেখা উপন্যাস? এর লেখক কে?
@ যুদ্ধকালীন পটভূমি, শওকত ওসমান
৩৬. ‘মৈমনসিংহ গীতিকা’ কে সম্পাদন করেন? তার জন্ম কোন জেলায়?
@ দীনেশচন্দ্র সেন, ময়মনসিংহ
৩৭. দুৰ্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার, এর পরের ছত্রটি কী?
@ লংঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার
৩৮. বাক্য রচনা করুনঃ স্মরণ, শরণ–
@স্মরণ: ১লা বৈশাখে আমি আর তুমি কোথায় গিয়েছিলাম তা কি তোমার স্মরণ আছে?
শরণঃ ঘূর্ণিঝড়ের প্রভাবে ৩০০০ শরণার্থী উপকূল ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।
৩৯. ‘অগ্নি’ শব্দের ৪টি সমার্থক শব্দ লিখুন।
@ অনল, বহ্নি, পাবক, আগুন
৪০. উপসর্গ কাকে বলে? একটি উদাহরণ দিন।
@ উপসর্গ হলো কতগুলো শব্দ বা শব্দাংশ, যেগুলো ধাতু বা শব্দের পূর্বে বসে সে শব্দের অর্থের পরিবর্তন, সংকোচন বা প্রসারণ ঘটায়।
অর্থাৎ যেসব অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ ধাতু বা শব্দাংশের পূর্বে বসে সে শব্দটির পরিবর্তন ঘটিয়ে নতুন নুতন অর্থবোধক শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে। যেমন: প্র+হার = প্রহার
৪১. বিপরীত শব্দ লিখুন : শিষ্টাচার
@ কদাচার
৪২. ‘(পরাজয়ে) ডরে না বীর’ নিম্নরেখা শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন।
@ অপাদানে, ৭মী
৪৩. সন্ধি বিচ্ছেদ করুনঃ ‘ষড়ঋতু’
@ ষট + ঋতু
৪৪. বিভিষীকা, বিভীষিকা, ৰীভিষিকা-এর মধ্যে কোনটি শুদ্ধ বানান?
@বিভীষিকা
৪৫. ‘আদায় কাচ কলায়’ –এর সমার্থক একটি বাগধারা দিয়ে বাক্য রচনা করুন।
@ দা-কুমড়া : দুই বন্ধুর মধ্যে এখন দা-কুমড়া সম্পর্ক।
৪৬. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যেকোনো ১টি সূত্র লিখুন। একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৮ ফুট এবং লম্ব ৬ ফুট হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
@ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সুত্র=(১/২)ভূমি×উচ্চতা। অতিভুজ = ১০ ফুট
৪৭. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। যদি ক্ষেত্রটির মেঝে পাকা করতে প্রতি বর্গমিটার ২ টাকা হিসাবে ১৪৪ টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত?
@ ১২ মি.
৪৮. রম্বসের কোণ সম্পর্কিত ১টি এবং কর্ণ সম্পর্কিত ১টি বৈশিষ্ট লিখুন।
@ রম্বসের কোন কোণই সমকোণ নয় ও রম্বসের দুটি কর্ণ পরস্পর সমান নয়
৪৯. একটি বাড়ি ৪০ ফুট উচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। মইয়ের উপরের প্রান্ত বাড়ির ছাদ স্পর্শ করেছে। মইটির দৈর্ঘ্য কত?
@ ৪১ ফুট
৫০. একটি ত্রিভুজের A= 35, B=55, ত্রিভুজটি কোন শ্রেণির?
@ সমকোণী ত্রিভুজ
৫১. ১২ জন ছাত্রের বয়সের গড় ২০ বছর। তাদের সাথে ১ জন নতুন ছাত্র যোগ দেয়ার ফলে তাদের বয়সের গড় ১ বছর কমে গেল। নতুন ছাত্রটির বয়স প্রথমোক্তদের গড় বয়সের চেয়ে কত কম?
@ ১৩ বছর*
৫২. একটি ক্লাশের শিক্ষার্থীদের মধ্যে ২৭০০ টি লিচু ভাগ করে দেয়া হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাশের মোট শিক্ষার্থীর সংখ্যার ৩ গুণ লিচু পেল। ক্লাশে মোট কতজন শিক্ষার্থী ছিল?
@ ৩০ জন
৫৩. একটি সোনার গহনার ওজন ৯৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১। এর সাথে কি পরিমাণ সোনা মিশালে তামা ও সোনার অনুপাত হবে ১:৪।
@ ২৪ গ্রাম
৫৪. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা ও পুত্রের বয়স কত?
@ পুত্র ৯, পিতা ৩৬ বছর
৫৫. ক ও খ একটি কাজ একত্রে মিলে ১২ দিনে করতে পারে। ক একা ঐ কাজটি ২০ দিনে করতে পারে। খ একা ঐ কাজটি কত দিনে করতে পারবে?
@ ৩০ দিন
৫৬. P-এর মান কত হলে 4x^2 – px + 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
@ 12
৫৭. x+y=2, x^2 + y^2 =4 হলে x^3 + y^3 =?
@8
৫৮. x + 1/x =√3 হলে x^3 + 1/x^3 –এর মান কত?
@ 0
৫৯. (2x+3y)/(3x+2y) = 5/6 হলে x:y = কত?
@ 8 : 3
৬০. উৎপাদকে বিশ্লেষণ করুনঃ a^3-7a-6
@ (a+1)(a+2)(a-3)
আরো পড়ুন : রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদের বিষয়ভিত্তিক প্রস্তুতি ও দরকারি তথ্য
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, আবেদন, নিবন্ধন যেভাবে
প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য ২০২৪ [নতুন image & video]
সরকারি ছুটির তালিকা ২০২৪ PDF (সরকারি ক্যালেন্ডার ২০২৪)
২০২৪ সালের এইচএসসি পরীক্ষা বাতিল, অটোপাসের সিদ্ধান্ত
এসএসসি পদার্থ বিজ্ঞানের সকল সূত্র – অধ্যায় ভিত্তিক SSC Physics formula
নগদ কি বন্ধ হয়ে যাবে? কি বলছে কর্তৃপক্ষ
*#62# কিসের কোড, call forwarding এ অপরিচিত নাম্বার? কি করবেন
VPN কি, ভিপিএন ব্যবহারের অসুবিধা ও সুবিধা
ব্যাংকের প্রবেশনারি অফিসারের কাজ কি, বেতন কত, যোগ্যতা?
ব্রডব্যান্ড ইন্টারনেট কি চালু থাকবে?
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ আবেদন, নিবন্ধন খরচ, বেতন, নোটিশ PDF
ভূমি সংক্রান্ত অনলাইন শুনানি
ভূমি অভিযোগ কেন্দ্র : অভিযোগ নিষ্পত্তি সংক্রান্ত ফোন নাম্বার
স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ
ভূমি উন্নয়ন কর পরিশোধের নিয়ম
প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য ২০২৪ [নতুন image & video]
এসএসসি পদার্থ বিজ্ঞানের সকল সূত্র – অধ্যায় ভিত্তিক SSC Physics formula
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, আবেদন, নিবন্ধন যেভাবে
[সুখবর] ঈদের ছুটি ২০২৩ : ৫ দিন সরকারি ছুটি ঘোষণা
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৪ PDF
বর্তমানে যাকাতের নিসাব কত টাকা ২০২৪ [স্বর্ণ ও টাকার যাকাত কত, হিসাবের নিয়ম]
সরকারি ক্যালেন্ডার ২০২৩ [ছুটির তালিকা সহ govt calendar 2023 Bangladesh]
আপনার মতামত লিখুন :