সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি ফলাফল ২০২৩, পাস ৭১.৭১%

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি ফলাফল ২০২৩ প্রকাশিত হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (অনার্স) ১ম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ২১ জুন ২০২৩ তারিখে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd) এই ফলাফল প্রকাশিত হয়। এতে পাসের হার ছিল ৭১.৭১ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। ভর্তিচ্ছুরা ওয়েবসাইটে লগইন করে ফলাফল দেখতে পারছেন। এর আগে, ১৭ জুন সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫৫০টি আসনের বিপরীতে ৩৮ হাজার ৭৭৬ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন।

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ফলাফল ২০২৩ (বিজ্ঞান ইউনিট)

DU 7 colleges admission test result 2023 (science) link : https://collegeadmission.eis.du.ac.bd/bn/b45de047fde9788cadae3cfe8e88dcc2/-

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের তালিকা

এ সাত কলেজ হলো- ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

ভর্তির গুরুত্বপূর্ণ তথ্য

  • বিজ্ঞান ইউনিট এর ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে ফলাফল দেখতে পারবে।
  • আগামী ২৩ শে জুন ২০২৩ হইতে ১লা জুলাই ২০২৩ পর্যন্ত আমাদের অনলাইন কার্যক্রম চালু থাকবে তবে নেটওর্য়াক রক্ষণাবেক্ষন কাজের জন্য মাঝে মধ্যে সাময়িক অসুবিধা হতে পারে । এই সময়ে যে কোন প্রয়োজনে ইমেইল-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
  • প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১৯ জুন ২০২৩ তারিখ হতে ২২ জুন ২০২৩ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (সকাল ৯:০০ টা হতে বিকাল ৪:০০ টা) পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে। বিস্তারিত তথ্যে জন্য বিজ্ঞপ্তি দেখতে হবে।

৭ কলেজে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ ২০২৩

ইউনিটবিষয়তারিখ ও সময়ইভেন্টের অবস্থা
বিজ্ঞান ইউনিটআবেদন ও ফী প্রদান2 April 2023 04:00 PM
to
30 April 2023 11:59 PM
সময় শেষ হয়েছে
পরীক্ষার সময়17 June 2023 11:00 AM
to
17 June 2023 12:00 PM
সময় শেষ হয়েছে
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটআবেদন ও ফী প্রদান2 April 2023 04:00 PM
to
30 April 2023 11:59 PM
সময় শেষ হয়েছে
পরীক্ষার সময়16 June 2023 11:00 AM
to
16 June 2023 12:00 PM
সময় শেষ হয়েছে
ব্যবসায় শিক্ষা ইউনিটআবেদন ও ফী প্রদান2 April 2023 04:00 PM
to
30 April 2023 11:59 PM
সময় শেষ হয়েছে
পরীক্ষার সময়24 June 2023 11:00 AM
to
24 June 2023 12:00 PM
প্রযুক্তি ইউনিটআবেদন ও ফী প্রদান2 April 2023 04:00 PM
to
30 April 2023 11:59 PM
সময় শেষ হয়েছে
পরীক্ষার সময়16 June 2023 03:30 PM
to
16 June 2023 05:00 PM
সময় শেষ হয়েছে
গার্হস্থ্য অর্থনীতি ইউনিটআবেদন ও ফী প্রদান2 April 2023 04:00 PM
to
30 April 2023 11:59 PM
সময় শেষ হয়েছে
পরীক্ষার সময়10 June 2023 11:00 AM
to
10 June 2023 12:00 PM
সময় শেষ হয়েছে