সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়লো


এডু ডেইলি ২৪ প্রকাশ: এপ্রিল ১০, ২০২০, ৩:১১ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:০৯ অপরাহ্ন /
সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়লো

করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটি ২৩ এপ্রিল ২০২০ পর্যন্ত বাড়িয়েছে সরকার। এর পরের দুই দিন অর্থাৎ ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকবে। সে হিসেবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত টানা ছুটি থাকবে, অফিস খুলবে ২৬ এপ্রিল ২০২০ থেকে।

আজ (শুক্রবার, ১০ এপ্রিল ২০২০) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জনপ্রশাসন সূত্রে জানা গেছে, ১৫ এপ্রিল ও ১৬ এপ্রিল সাধারণ ছুটি থাকবে। এরপর ১৭ ও ১৮ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকবে। পরে ১৯ থেকে ২৩ এপ্রিল সাধারণ ছুটি থাকবে, সঙ্গে ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। ফলে অফিস খুলবে ২৬ এপ্রিল।

Rate this post